X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অভ্যুত্থানের আগে মিয়ানমারকে ৩৫ কোটি ডলার দেয় আইএমএফ

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৯
image

সামরিক অভ্যুত্থানের আগে মিয়ানমারকে ৩৫ কোটি ডলার বরাদ্দ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় জরুরি সহায়তা প্যাকেজের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনও ধরনের শর্ত নেই। অভ্যুত্থানের পর এই অর্থ ফেরত পাওয়া আইএমএফ’র জন্য কঠিন হবে বলে মনে করছেন আন্তর্জাতিক আর্থিক বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী।

গত ১৩ জানুয়ারি আইএমএফ’র বোর্ড সভায় মিয়ানমারের বরাদ্দ অনুমোদন করা হয়। গত সপ্তাহে নেপিদোর কাছে এই অর্থ হস্তান্তর করা হয়। অভ্যুত্থানের পর এই অর্থ ফেরত পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

আইএমএফ’র এক মুখপাত্র রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় গত সপ্তাহে অর্থ দেওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাক্রমের ওপর নিবিড় নজর রাখছি। মিয়ানমারের অর্থনীতি ও জনগণের ওপর এর প্রভাব কেমন হবে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

এদিকে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রথম আন্তর্জাতিক সংকট সামাল দেওয়ার পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। এছাড়া নেপিদোকে বৈদেশিক সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

আইএমএফের অন্যতম বড় অংশীদার যুক্তরাষ্ট্র। গত সাত মাসে জরুরি সহায়তার অংশ হিসেবে মিয়ানমারকে মোট ৭০ কোটি ডলার দিয়েছে আইএমএফ।  

আইএমএফের সাবেক অর্থনীতিবিদ স্টেফানি সেগাল রয়টার্সকে বলেছেন, ‘আলোচনার মাধ্যমে মীমাংসিত কর্মসূচির জন্য এই টাকা দেওয়া হয়নি, তেমন শর্তও নেই। আর একবার দেওয়ার পর আইএমএফ আবার তা ফিরিয়ে নিয়েছে, এমন নজির আছে কিনা তাও আমার জানা নেই।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত