X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

করোনায় মারা গেলেন ডিআইইউ উপাচার্য

ডিআইইউ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৪

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. কে এম মহসিন ইন্তেকাল করেছেন।

আজ ২২ ফেব্রুয়ারি (সোমবার) সকালে আনুমানিক ৮টায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিআইইউয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। 

জানা যায়, তিনি করোনাক্রান্ত হয়ে দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পরে আজ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বাংলাদেশ ইতিহাস একাডেমির সভাপতির দায়িত্ব ও পালন করেছিলেন।

অধ্যাপক ড. কে এম মোহসীন ১৯৩৮ সালের ২৭ মে রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৬ সালে তিনি লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি, সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার সাতটি গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ রয়েছে।

তার মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আজ এক বাণীতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'মহসিন স্যার ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি নিজে শিক্ষা গ্রহণ করেছেন এবং সমাজকে শিক্ষা দিয়েছেন।' তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অধ্যাপক ড. কে এম মোহসীন সাহেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাদ যোহর উত্তরা ৭ নং সেক্টর জামে মসজিদ। বাদ আসর ঢাকা বিশ্ববিদালয় কেন্দ্রীয় জামে মসজিদে এবং পরিবারের সকলের সম্মতিক্রমে উনাকে দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবি চত্বরে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
গাজায় যুদ্ধবিরতির চেষ্টাএক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক