X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নবজাতক নিহত, আহত ১৩

বরিশাল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে বরিশাল-ঢাকা মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারসহ সাত যাত্রী এবং বাসের ছয় যাত্রী আহত হন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবজাতকটি তিন দিন আগে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেয়। জন্মের পর পরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তার চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিলো। পথে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি বরগুনা সদর উপজেলার এনায়েত খান ও জুই আক্তার দম্পতির মেয়ে।

দুর্ঘটনায় আহতরা হলেন- নবজাতকের মা জুই, নানি ইতি বেগম, মামা মো. সাগর ও সাগরের বন্ধু প্রশান্ত কুমার এবং প্রতিবেশী শাহিনুর বেগম। এর সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এছাড়া অ্যাম্বুলেন্স চালক রেজাউরের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। হেলপার জহিরুলও আহত হন। বাসের আহত ছয় যাত্রীর পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা বাবুগঞ্জ থানার এসআই মেহেদী হাসান বলেন, নবজাতক শিশুটির চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে একটি যানবাহনকে ওভারেটক করলে অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীতগামী যাত্রীবাহী অনিক পরিবহনেরেএকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই নবজাতক নিহত হয় এবং অ্যাম্বুলেন্সের সাত আরোহী আহত হন। চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ছয় জন আহত হন।

বাসটি ফরিদপুরের বোয়ালমারী থেকে চরমোইনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছে বাসের চালক ও হেলপার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি