X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মোদির পরিণতি ট্রাম্পের চেয়ে খারাপ হবে: মমতা

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২২
image

ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে ক্ষমতাসীন দল বিজেপি’র কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দাঙ্গাবাজ’ এবং ‘দৈত্য’ আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, গত নভেম্বরের নির্বাচনে পরাজিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে মোদির জন্য। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূলকে হটিয়ে রাজ্যটির ক্ষমতায় আসতে চায় বিজেপি। অন্যদিকে পরের মেয়াদেও ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতাদের ‘তোলাবাজ’ বলে সমালোচনা করে আসছেন বিজেপি নেতারা। এই বক্তব্যের জবাব দিতে বুধবার কলকাতার কাছে হুগলিতে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সবচেয়ে বড় দাঙ্গাবাজ।’ মোদির জন্য ট্রাম্পের চেয়ে খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে দাবি করে মমতা বলেন, ‘বিধানসভা নির্বাচনে আমি থাকবো গোলকিপার আর বিজেপি একটা গোলও করতে পারবে না।’

উল্লেখ্য, কয়লা দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার পাশাপাশি তার শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। এর জবাবে পাল্টা চিঠি পাঠিয়ে নিজের অবস্থানের কথা জানিয়ে দেন রুজিরা। মঙ্গলবার তিনি জিজ্ঞাসাবাদের জন্য তার বাসভবনে সিবিআই কর্মকর্তাদের আসতে বলেন।

ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আপনারা আমাকে মারতে পারেন, খুন করতে পারেন। কিন্তু একজন নারীকে অশ্রদ্ধা করতে পারেন কি? আমার বাড়ির বউকে অপমান করতে পারেন? তাকে কয়লা চোর বলতে পারেন? আপনারা আমাদের মা-বোনদের কয়লা চোর বলছেন? আর আপনারা নিজেরা কি একেবারেই সাধু? আমরা সবকিছুই জানি কিন্তু কিছুই বলবো না। কারণ, আমরা নিচে নামবো না।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ দেশ চালাচ্ছে এক দৈত্য আর এক দানব। তারা আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তারা অনুপ্রবেশ করবে। বাংলা দখল করবে। আপনারা কী চান? বাংলা বাংলাই থাকবে নাকি বিজেপির মতো চলবে? গুজরাট বাংলা শাসন করবে না।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া