X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভাষার বিকৃতিরোধে হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

হাবিপ্রবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৭

মাতৃভাষার সঠিক ব্যবহার, ভাষার বিকৃতিরোধ এবং যোগাযোগের ক্ষেত্রে মাতৃভাষা প্রয়োগে অনুপ্রাণিত করার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বির্তাকিকদের সংগঠন  ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ আয়োজন করেছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী অনলাইন প্রতিযোগিতা। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'ব্যবহারেই বাঁচুক মাতৃভাষা' স্লোগানকে সামনে রেখে অনলাইনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় শেষ হবে আগামী রবিবার (২৮ ফেব্রুয়ারি)।

প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সভাপতি মো. মনিরুজ্জামান মুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার এই যুগে আমরা  অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে দৈনন্দিন কথোপকথনের সময় প্রায় বাংলা ভাষা ব্যবহার না করে বাংলা শব্দগুলোই ইংরেজি বর্ণে লিখে থাকি। এই বিষয়টি (যা সমাজে বাংলিশ নামে প্রচলিত) অনেকের কাছেই স্বাভাবিক লাগলেও রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলার জন্য মোটেই সুখকর নয়। আবার অনেকেই শব্দের দৃষ্টিকটু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে থাকেন।লেখালেখির এই বিকৃত প্রবণতা এবং ব্যবহার থেকে বর্তমান তরুণ সমাজকে দূরে আনার ক্ষুদ্র প্রয়াসে এবং যোগাযোগ মাধ্যমে দৈনন্দিন কথোপকথনে বাংলা ভাষার সঠিক ব্যবহার বিস্তারের জন্যই প্রথমবারের মতো আমাদের এই আয়োজন। আমরা আশা করি এই আয়োজন তরুণ সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার সঠিক ব্যবহারে অনুপ্রেরণা জোগাবে।'

ডিবেটিং সোসাইটির আয়োজনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রতিযোগীকে শুধুমাত্র হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ থেকে ২০২০ সেশনের শিক্ষার্থী হতে হবে।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগিদের গতানুগতিক কথোপকথনের একটি নমুনা (ভিডিও) দেওয়া থাকবে। নমুনাতে বাংলা, ইংরেজি মিশ্রিত শব্দমালা, সংক্ষিপ্ত শব্দ, ভুল যতিচিহ্নের ব্যবহার সম্বলিত দুই ব্যক্তির কথোপকথন দেওয়া থাকবে। প্রতিযোগীকে কথোপকথনটিকে বাংলা ভাষার চলিত রূপে পরিবর্তন করতে হবে এবং সঠিক যতিচিহ্ন ব্যবহার করে Fake Chat অ্যাপের মাধ্যমে তুলে ধরতে হবে এবং কথোপকথনটির ভিডিও স্ক্রিন রেকর্ড করে ডিবেটিং সোসাইটির ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত করা হবে বাংলা ভাষার চলিত রূপের সঠিক ব্যবহার, সঠিক যতিচিহ্নের ব্যবহার, শুদ্ধ বানান এবং কথোপকথনের সময়কালের উপর। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী