X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আবারও বন্ধ হলে চুরি, প্রকাশিত হয়নি আগের তদন্ত প্রতিবেদনও!

হাবিপ্রবি প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৯:২৪আপডেট : ০১ মার্চ ২০২১, ১৯:২৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বন্ধ হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একাধিক রুমে এই চুরির ঘটনা ঘটে। বন্ধ ক্যাম্পাসে হলের নিরাপত্তা  ব্যবস্থা জোরদার থাকার পরও এমন চুরির ঘটনায় বিস্মিত ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার চুরির ব্যাপারে জানতে ঐ হলের ৩০৯ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী মার্কেটিং বিভাগে অধ্যয়নরত শাহাদাৎ হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'গতকাল হলে গিয়ে দেখি আমার রুম থেকে রাউটার, ওয়াটার হিটার,জব প্রিপারেশনের সমস্ত বইসহ প্রায় ৮ হাজার টাকা সমমূল্যের জিনিসপত্র চুরি করা হয়েছে। বন্ধ হলে নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও হলে ঢুকে কীভাবে চুরি করা সম্ভব, সেটা কিছুতেই বুঝতে পারছি না।'

এদিকে খোঁজ নিয়ে জানা যায় শুধু শাহাদাৎ নয় ঐ হলের আরও বেশ কিছু শিক্ষার্থীর রাউটার, ল্যাগেজ, ব্যাগ, বই, জামা-জুতা থেকে শুরু করে রেকর্ডের সরঞ্জাম, মাইক্রোফোনসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।

পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত এবং বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৫ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী মো. মিরাজুল আল মিশকাত বলেন, 'আমার রুম থেকেও রাউটার, লাইটসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়েছে।' মিরাজুল আল মিশকাত আরও বলেন, 'কিছুূদিন আগে হলের অভ্যন্তরে বহিরাগতদের ঢুকতে দেখেছি। তারা ক্যাম্পাসের কেউ নয়, সকলেই বহিরাগত। ক্যাম্পাস যেহেতু বন্ধ এবং তার পাশাপাশি হলও, সেখানে কী করে এসব বহিরাগতরা ঢুকতে পারে তা আমার বোধগম্য নয়।'

এছাড়াও একই হলের ১১৮ এবং ২৩৬ নম্বর রুমেও চুরির ঘটনা ঘটেছে।

এদিকে হলে চুরির ব্যাপারে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল সুপার অধ্যাপক ডা. নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি ৩০৯ নাম্বার রুমের  চুরির ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। চুরি প্রতিরোধে সোমবার ( ১লা মার্চ)  সকালে সহকারী হল সুপারগণসহ অফিস কর্মকর্তাদের ডেকে ইতোমধ্যে মিটিং করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে অন্যতম হলো, কোনও শিক্ষার্থী হলে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে আসলে তার সাথে হলের অফিস স্টাফ রুমে প্রবেশ করবেন। অফিস সময়ের মাঝেই শিক্ষার্থীরা প্রয়োজন থাকলে জিনিসপত্র নিতে পারবে। আবাসিক শিক্ষার্থী ব্যতীত অন্য কোনও শিক্ষার্থী  হলে প্রবেশ করতে পারবে না। আজকের মধ্যেই এ ব্যাপারে লিখিত নোটিশ জারি করা হবে। আমরা চুরির ঘটনাগুলোকে  গুরুত্বের সাথেই দেখছি। আমরাও চাই চোর ধরা পরুক। তবে আমাদের হলে পর্যাপ্ত স্টাফ ও গার্ড না থাকায় ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।'

চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ খালিদ হোসেন বলেন, 'চুরির ঘটনা হল সুপারের মাধ্যমে আমিও জেনেছি। চুরি রোধে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী দোষীদের বিচার করা হবে।'

এদিকে হলে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হল প্রশাসনকেই চুরি যাওয়া জিনিসপত্রের ক্ষতিপূরণ দেবার দাবি করেছেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের গণরুমেও ব্যাপক চুরির ঘটনা ঘটে। ঐ চুরির ঘটনায় গণরুম থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থীর মূল্যবান অনেক জিনিসপত্র হারিয়ে যায়। পরে চুরির ঘটনা তদন্ত করতে হল প্রশাসন সহকারী হল সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করলেও এখন পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’