X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংযোগের সহায়তায় রিয়াদুল মুসলিমাতের ছাত্রীরা পাবেন ফ্রি ন্যাপকিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মার্চ ২০২১, ১৯:১৩আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:০০

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীর আদাবরে অবস্থিত রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয়ে ‘জ্যোতি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন’ স্থাপন করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিনের প্রযুক্তি নির্ভর বিতরণ ব্যবস্থা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ভার্টিকেল ইনোভেশন লিমিটেড ও স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ: কানেক্টিং পিপল যৌথভাবে এই ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী টানা এক বছর বিনামূল্যে এই মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন পাবেন।

সংযোগের সহায়তায় রিয়াদুল মুসলিমাতের ছাত্রীরা পাবেন ফ্রি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্টিকেল ইনোভেশন লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল ওয়াদুদ মানিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী রেজওয়ান আহমেদ নূর, সংযোগ: কানেক্টিং পিপলের সহ-প্রতিষ্ঠাতা প্রকৌশলী আহমেদ জাভেদ জামাল ও ডা. খাইরুন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয়ের কার্যকরী কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির ও সাধারণ সম্পাদক শাহিনা পারভীন এবং ড. মারিয়া জামান প্রমুখ।

ভার্টিকেল ইনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী রেজওয়ান আহমেদ নূর বলেন, সহজ ও প্রযুক্তি নির্ভর স্যানিটারি ন্যাপকিনের বিতরণ ব্যবস্থা তৈরির জন্য ভার্টিকেল ইনোভেশন লিমিটেড কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ: কানেক্টিং পিপলের সহায়তায় আমরা আগামী এক বছর শিক্ষার্থীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছি।

সংযোগের সহায়তায় রিয়াদুল মুসলিমাতের ছাত্রীরা পাবেন ফ্রি ন্যাপকিন সংযোগের সহ-প্রতিষ্ঠাতা ডা. খাইরুন নাহার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পিরিয়ড-বান্ধব সংস্কৃতি গড়ে তোলাটা খুব জরুরি। ছাত্রীরা যাতে খুব সহজে স্কুল ও কলেজের টয়লেট থেকে পিরিয়ডকালীন সময়ে ন্যাপকিন সংগ্রহ করতে পারেন, সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

প্রসঙ্গত, রিয়াদুল মুসলিমাত সম্পূর্ণ অবৈতনিক একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীরা বিনা বেতনে পড়াশোনার পাশাপাশি বই, কাগজ, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রতিষ্ঠান থেকে পায়।

এরআগে, সংযোগের উদ্যোগে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগিতায় কিশোরীদের ঋতুকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় বিনামূল্যে সেনেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। 


/টিটি/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা