X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিপন্ন মানুষকে জিম্মি করে টাকা নেবেন না: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ০৮:২২আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৮:২২

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেছেন, ‘অসহায় মানুষের টিনের টাকা আমরা খাবো? অফিস খাবে? তাহলে কিসের রাজনীতি? তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিসের দুর্নীতি বিরোধী অভিযান? বিপন্ন মানুষকে জিম্মি করে টাকা নেবেন না। যারা সরকারি অনুদান নিতে আসে তাদের কাছ থেকে টাকা নেবেন না। মুক্তিযোদ্ধাদের ভাতা নিতে যারা আসেন তাদের কাছ থেকে টাকা নেবেন না। প্রাইমারি স্কুলের শিক্ষকের কোনও কাগজে স্বাক্ষরের জন্য টাকা নেবেন না। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসহ শিক্ষকদের ফাইল প্রসেসের জন্য টাকা নেবেন না। যদি কেউ আমার নাম বলে আমাকে জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের তো বেতন বাড়িয়েছেন, সুযোগ- সুবিধা বাড়িয়েছেন। এরপরও কেন অসহায় মানুষদের কাছ থেকে টাকা আদায় করতে হবে? এটা কোনোভাবে কাম্য না।’

‘পিরোজপুর-১ আসনের উন্নয়ন ও সম্ভাবনার স্বপ্নযাত্রার দুই বছর’ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এ কথা বলেন। বুধবার বিকালে নাজিরপুর উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার কেশব লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট চন্ডিচরণ পাল, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক দেশ গড়ে তুলছেন। তিনি ক্লান্তিহীনভাবে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বদলে যাওয়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এসবই শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে সম্ভব হয়েছে। দেশের উন্নয়নের সব কৃতিত্ব শেখ হাসিনার। তাই শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াল ছোবল সংসার, সমাজ, রাজনীতি সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি আমার দলের লোক বা আমার আত্মীয়ও যদি হয়, তাকে ধরার সঙ্গে সঙ্গে আদালতে পাঠাবেন যাতে তদবিরের সুযোগ না থাকে। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দিরের উন্নয়ন হলে হবে না। নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন ঘটাতে হবে।’

পিরোজপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে শ ম রেজাউল করিম বলেন, ‘আমি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পিরোজপুরের মানুষের কাছে দায়বদ্ধ। আপনারা ভোট দিয়েছিলেন আমার বিত্ত-বৈভবকে বাড়ানোর জন্য নয়। ভোটের সময় বলেছিলাম এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, রাস্তাঘাট উন্নয়নে আপনাদের কর্মী হিসেবে, সেবক হিসেবে কাজ করবো। সেটা আমি বিস্মৃত হতে চাইনি। সেকারণে আমি প্রাণপণ দৌড়াচ্ছি। এলাকার উন্নয়নের জন্য আমি এক দফতর থেকে অন্য দফতর, এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে ছুটে বেড়াচ্ছি। পিরোজপুরের উন্নয়ন আমার স্বপ্ন। আমার ওপর বিশ্বাস রাখুন। পিরোজপুর-১ আসনে দুই হাজার ৫৮৯ কোটি ৬৫ লাখ টাকার বেশি উন্নয়ন প্রকল্প আমরা গত দুই বছরে পেয়েছি। এর বাইরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, হাউজিং, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠান পেয়েছি। পিরোজপুরে আমরা ব্রডগেজ রেল লাইন নিয়ে আসছি। তাই আসুন আমরা সবাই মিলে উন্নত পিরোজপুর গড়ে তুলি।‘

জনসভাকে ঘিরে স্টেডিয়াম মাঠসহ আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পিরোজপুর-১ আসনের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঢোল-বাদ্য বাজিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন। সন্ধ্যা নাগাদ হাসপাতাল সড়ক, থানা সড়ক, পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা