X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিপন্ন মানুষকে জিম্মি করে টাকা নেবেন না: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ০৮:২২আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৮:২২

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেছেন, ‘অসহায় মানুষের টিনের টাকা আমরা খাবো? অফিস খাবে? তাহলে কিসের রাজনীতি? তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিসের দুর্নীতি বিরোধী অভিযান? বিপন্ন মানুষকে জিম্মি করে টাকা নেবেন না। যারা সরকারি অনুদান নিতে আসে তাদের কাছ থেকে টাকা নেবেন না। মুক্তিযোদ্ধাদের ভাতা নিতে যারা আসেন তাদের কাছ থেকে টাকা নেবেন না। প্রাইমারি স্কুলের শিক্ষকের কোনও কাগজে স্বাক্ষরের জন্য টাকা নেবেন না। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসহ শিক্ষকদের ফাইল প্রসেসের জন্য টাকা নেবেন না। যদি কেউ আমার নাম বলে আমাকে জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের তো বেতন বাড়িয়েছেন, সুযোগ- সুবিধা বাড়িয়েছেন। এরপরও কেন অসহায় মানুষদের কাছ থেকে টাকা আদায় করতে হবে? এটা কোনোভাবে কাম্য না।’

‘পিরোজপুর-১ আসনের উন্নয়ন ও সম্ভাবনার স্বপ্নযাত্রার দুই বছর’ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এ কথা বলেন। বুধবার বিকালে নাজিরপুর উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার কেশব লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট চন্ডিচরণ পাল, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ ও বিজ্ঞানমনস্ক দেশ গড়ে তুলছেন। তিনি ক্লান্তিহীনভাবে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বদলে যাওয়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এসবই শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে সম্ভব হয়েছে। দেশের উন্নয়নের সব কৃতিত্ব শেখ হাসিনার। তাই শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াল ছোবল সংসার, সমাজ, রাজনীতি সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি আমার দলের লোক বা আমার আত্মীয়ও যদি হয়, তাকে ধরার সঙ্গে সঙ্গে আদালতে পাঠাবেন যাতে তদবিরের সুযোগ না থাকে। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দিরের উন্নয়ন হলে হবে না। নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন ঘটাতে হবে।’

পিরোজপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে শ ম রেজাউল করিম বলেন, ‘আমি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পিরোজপুরের মানুষের কাছে দায়বদ্ধ। আপনারা ভোট দিয়েছিলেন আমার বিত্ত-বৈভবকে বাড়ানোর জন্য নয়। ভোটের সময় বলেছিলাম এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, রাস্তাঘাট উন্নয়নে আপনাদের কর্মী হিসেবে, সেবক হিসেবে কাজ করবো। সেটা আমি বিস্মৃত হতে চাইনি। সেকারণে আমি প্রাণপণ দৌড়াচ্ছি। এলাকার উন্নয়নের জন্য আমি এক দফতর থেকে অন্য দফতর, এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে ছুটে বেড়াচ্ছি। পিরোজপুরের উন্নয়ন আমার স্বপ্ন। আমার ওপর বিশ্বাস রাখুন। পিরোজপুর-১ আসনে দুই হাজার ৫৮৯ কোটি ৬৫ লাখ টাকার বেশি উন্নয়ন প্রকল্প আমরা গত দুই বছরে পেয়েছি। এর বাইরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, হাউজিং, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠান পেয়েছি। পিরোজপুরে আমরা ব্রডগেজ রেল লাইন নিয়ে আসছি। তাই আসুন আমরা সবাই মিলে উন্নত পিরোজপুর গড়ে তুলি।‘

জনসভাকে ঘিরে স্টেডিয়াম মাঠসহ আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পিরোজপুর-১ আসনের বিভিন্ন এলাকা থেকে লোকজন ঢোল-বাদ্য বাজিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন। সন্ধ্যা নাগাদ হাসপাতাল সড়ক, থানা সড়ক, পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।

/এফএস/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি