X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাবিতে ভর্তিতে আগের জিপিএ বহাল রাখার দাবি

ঢাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ২০:১৮আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় আগের জিপিএ বহাল রাখার দাবিতে সংহতি সমাবেশে করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ মার্চ) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকাল সাড়ে ৩টায় সংহতি সমাবেশ করেন তারা।

সমাবেশে গাজীপুর সিটি কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘প্রশ্ন ফাঁসের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা হয়। এরপর আশায় ছিলাম উচ্চ মাধ্যমিকের। করোনার কারণে দিতে পারিনি। আমাদের বলা হলো ভর্তি পরীক্ষায় সকল সুযোগ সুবিধা তোমরা পাবে। সেখানে আজ আমাদের রাস্তায় নামতে হলো। বিজ্ঞান ও ব্যবসায় শাখায় আগের চাইতে দশমিক ৫০ পয়েন্ট বাড়ালে মানবিকে কেন ১ পয়েন্ট বাড়ানো হলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল বিভাগে আগের জিপিএ বহাল চাই।’

দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, ‘উচ্চ শিক্ষার জন্য আমরা বিশ্বদ্যালয়ে ভর্তি হবো। আর এর জন্য আমাদের আন্দোলন করতে হয়, এটার মতো লজ্জা আর কিছুই হতে পারেনা। অটো পাশের ফলাফল দিয়ে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ণ করা সম্ভব না। তাই আমরা আগের জিপিএ বহাল রাখার দাবি জানাই।’

সমাবেশে সংহতি জানান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি সাঈয়েদ উল নিশানসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত আসে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানদণ্ড বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

/এনএস/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়