X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নোয়াখালী চালাই আমি: একরামুল করিম চৌধুরী

 নোয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ২১:১৩আপডেট : ০৬ মার্চ ২০২১, ১১:১৮

নোয়াখালীর রাজনীতিতে নিজের অবস্থান জাহির করতে গিয়ে প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠজনকে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানিয়েছেন, তিনিই নোয়াখালী চালান। শুক্রবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলা পরিদর্শনে এসে তিনি বলেন, “গত ছয় দিন আমি ঢাকায় ছিলাম। নেত্রীকে কতগুলো ম্যাসেজ পাঠিয়েছি। তিনি ম্যাসেজগুলো দেখেছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, ‘নেত্রী আপনাকে এত ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরছেন?’ আমি বলি, ‘আমাদের কমিটিটা দরকার।’ তিনি প্রশ্ন করেন, ‘নোয়াখালী চালান কে?’ আমি বলি, ‘নোয়াখালী চালাই আমি।’ তিনি বলেন, ‘নেত্রী কি আপনাকে না চালাতে বলছেন?’ আমি বলি, ‘না।’ তিনি বলেন, ‘নেত্রী জানেন যে, আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন।’”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম আরও বলেন, তিনি সব নেতাকে নিয়েই কথা বলেন। তিনি (আবদুল কাদের মির্জা) প্রথম আমাকে দিয়ে শুরু করেছেন। যেতে যেতে তার ভাবি এবং ওয়ায়দুল কাদেরসহ দেশের কোনও নেতা বাদ নেই।’

তিনি আরও বলেন, ‘অনেকেই অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করছেন, বিএনপি যেহেতু ভোটে আসবে না। আমি কিন্তু বেঠিক লোককে, আমার জনগণকে ভোট দিতে দেবো না। যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে। যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদের জনগণ ভোট দিক, এমপি হিসেবে আমি এটা হতে দিতে পারি না। আমাদের দরকার জনগণের চেয়ারম্যান। জনগণের পাশে থেকে যে নেতা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে, আমাদের সেই নেতা দরকার।’

এ সময় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চরআমান উল্যাহর ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চর ক্লার্ক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার ও সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

/আইএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: ফাওজুল কবির খান
এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: ফাওজুল কবির খান
জুলাই শহীদের স্ত্রীর নামেও হত্যা মামলা
এক বছর কেউ মনে রাখেনি, গণসংহতির সভায় শহীদ পরিবারজুলাই শহীদের স্ত্রীর নামেও হত্যা মামলা
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত