X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অগ্নিঝরা ৬ মার্চ: বাংলার উপত্যকা জ্বলছে

উদিসা ইসলাম
০৬ মার্চ ২০২১, ১০:০০আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৪:০৫

তীব্রভাবে বাংলার উপত্যকা জ্বলছে। বাংলাদেশে এরই মাঝে খবর এলো— পিন্ডি থেকে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়েছে। বাংলার মানুষের কাছে সেটা প্রচণ্ড ব্যঙ্গ’র মতো শোনালো সেদিন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৬ মার্চ দুপুরে এক বেতার ভাষণে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। ভাষণে তিনি বলেন, ‘যাই ঘটুক না কেন, যত দিন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী আমার ওপরে (অধীনে) রয়েছে এবং আমি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছি, ততদিন পর্যন্ত আমি পাকিস্তানের সংহতির নিশ্চয়তা বিধান করবো।’ তার ভাষণের পরপরই বঙ্গবন্ধুর বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখার ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টা স্থায়ী রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্টের বেতার ভাষণে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।

তখন এই খবরে সারা বাংলায় স্লোগান উঠেছে শহীদের রক্ত মাখা মিছিলে— ‘পরিষদে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো’। ৭ মার্চ আর একটি মাত্র দিন বাকি। সারা বাংলাদেশ রুদ্ধশ্বাস অপেক্ষা করছে সেই ৭ মার্চের জন্য। এদিন বঙ্গবন্ধু জনসভায় দিকনির্দেশনা দেবেন।

ঢাকা জেল ভেঙে কয়েদিদের পলায়ন

সেই দিনের একটি উল্লেখযোগ্য ঘটনা— অকস্মাৎ ঢাকা জেল ভেঙে প্রায় সোয়া তিন শ’ বন্দি বেরিয়ে পড়ের। তাদের মধ্যে ১৬ জনকে আবারও গ্রেফতার করা হয়। গুলিবর্ষণে ৩৭ জন বন্দি আহত হন।

অগ্নিঝরা ৬ মার্চ: বাংলার উপত্যকা জ্বলছে টিক্কা খান নতুন গভর্নর

৬ মার্চের সেদিন, পৃথিবীর বর্বরতম হত্যার নায়ক টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে ঘোষণা করা হয়। খুলনা ও সাতক্ষীরা থেকে গুলির খবর এলো। পল্টনের জনসভায় বঙ্গবন্ধুকে বাংলার স্বাধীনতা ঘোষণা করার ডাক দেওয়া হয়। ৬ মার্চ শেষ হলো টানা  ৬ দিনব্যাপী চলা হরতাল। বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ হরতাল আগে কখনও হয়নি। এত কঠিন শপথ আর কখনও উচ্চারিত হতে দেখা যায়নি। এই দিন বিকাল বেলা মশাল মিছিল বেরুলো। সেখানে জনতা দেখতে পেলো— স্বাধীনতার উন্মেষকাল, পরের দিন ৭ মার্চ, রেসকোর্সে সভা।

এই দিন ভারতের ওপর দিয়ে পাকিস্তানের বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম। এদিকে সারা দেশে প্রতিরোধ ধীরে ধীরে দানা বাঁধছে। থানায় থানায় কমিটির প্রস্তুতি চলছিল। অপোক্ষা বঙ্গবন্ধুর ডাকের।

৭ তারিখের দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে বলা হয়, রাজশাহীতে মিছিলকারীদের ওপর সশস্ত্র বাহিনীর গুলিতে একজন নিহত এবং ১৪ জন আহত হন। অপরদিকে  খুলনায় অব্যাহত দাঙ্গা-হাঙ্গামা ও গুলিবর্ষণে বহু নিহত এবং ৮৬ জন আহত হন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!