X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মেসি বার্সাকে ভালোবাসে’- নতুন সভাপতির ছোট কথায় বড় আশা

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২১, ২৩:১৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ২৩:১৯

বর্তমান বার্সেলোনা যে সাফল্যের ছকি এঁকে চলেছে, তার পথ তৈরি হয়েছিল হোয়ান লাপোর্তার আমলেই। ২০০৩ থেকে ২০১০ সালের সেই সময়ে বার্সেলোনা কাটিয়েছিল সোনালি দিন। সেই লাপোর্তাই আবার ফিরেছেন সভাপতির চেয়ারে। ‘ভঙ্গুর’ ক্লাবকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ তার। যেখানে সবচেয়ে বেশি নজরে লিওনেল মেসির ভবিষ্যৎ। নির্বাচনের আগেই লাপোর্তা শুনিয়েছিলেন মেসিকে ধরে রাখার কথা, জেতার পর অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন সব।

মেসির বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল এই লাপোর্তার আমলেই। পেপ গার্দিওলার সোনালি সময়ে বার্সেলোনার অপ্র্রতিরোধ্য হয়ে ওঠাটাও ছিল লাপোর্তার বোর্ডের অধীনে। তিনি জেতায় নতুন আশার আলো দেখতে পাচ্ছেন বার্সেলোনা সমর্থকরা। তাছাড়া মেসির সঙ্গে যেহেতু লাপোর্তার সম্পর্ক ভালো, তাই তিনি সভাপতি হওয়ায় আশায় বুক বাঁধছেন ভক্তরা।

লাপোর্তা জেতার পরই মেসিকে নিয়ে কথা বলেছেন। মেসি থাকবেন কিনা, সেই আলোচনায় যাননি। ‘মেসি বার্সেলোনাকে ভালোবাসে’- এই কথা দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়কের ন্যু ক্যাম্পে না থাকার কোনও কারণই দেখেন না তিনি। তাছাড়া স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সভাপতি নির্বাচিত হওয়ার পরই কাজে নেমে পড়েছেন লাপোর্তা। শিগগিরই দেখার করতে যাচ্ছেন মেসির সঙ্গে।

বোর্ডে অস্থিরতা ও মাঠের ব্যর্থতায় গত মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন মেসি। যদিও তাকে ছাড়েনি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বোর্ড। তবে চলতি মৌসুম শেষে যেহেতু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই ছয়বারের ব্যালন ডি’অর জয়ী চলে যাবেন বলেই খবর ইউরোপিয়ান মিডিয়ার। কিন্তু লাপোর্তা জিতে যাওয়ায় পরিস্থিতি পাল্টে যাওয়ার ইঙ্গিত। নতুন সভাপতির অধীনে যেহেতু বার্সেলোনায় সবচেয়ে সেরা সময় কাটিয়েছেন মেসি, তাই লাপোর্তা আবার ফেরায় থেকে যেতে পারেন তিনি।

লাপোর্তারও বুঝিয়ে দিয়েছেন, বার্সেলোনা ক্লাবকে কতটা ভালোবাসেন মেসি। আর্জেন্টাইন তারকা বড় ছেলে থিয়াগোকে নিয়ে ভোট দিয়ে এসেছিলেন। লাপোর্তা তার ভোট দেওয়ার দৃশ্যই সামনে এনেছেন জেতার পর দেওয়া বক্তৃতায়, “২০ বছর আগে আজকের দিনে লিও মেসি নামের এক ছেলের অভিষেক হয়েছিল বার্সেলোনার ‘বি’ দলে (অনূর্ধ্ব ১২-১৩)। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বের সেরা খেলোয়াড় আজ তার ছেলের সঙ্গে ভোট দিয়ে এসেছে। এতেই প্রমাণ হয় মেসি বার্সেলোনাকে ভালোবাসে। এই দৃশ্যই সব বলে দেয়। বিশ্বের সেরা খেলোয়াড় বার্সেলোনাকে ভালোবাসে।’

লাপোর্তার বিশ্বাস, মেসি বার্সেলোনায় থাকবেন, ‘আশা করছি, এখন তার বার্সেলোনার থাকাটা সহজ হবে। আর এটাই আমরা সবাই চাই।’ এরপর তিনি যোগ করেন, ‘লিওর জন্য করহাতি।’

নির্বাচনের জেতার পর দিনই কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে দেখা করেছেন লাপোর্তা। সামনে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কঠিন ম্যাচ। শেষ ষোলোয় ঘরের মাঠের লেগ ৪-১ গোলে হারায় কঠিন সমীকরণের সামনে তারা। প্যারিসের লেগের জন্য শুভকামনা জানিয়ে এসেছেন নতুন সভাপতি। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা