X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রতনে রতন চেনে: ‘খুনি’ মন্তব্যে বাইডেনকে পুতিনের খোঁচা

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২১, ২৩:৩৬আপডেট : ১৮ মার্চ ২০২১, ২৩:৩৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে খুনি বলে যে মন্তব্য তা নিয়ে ব্যঙ্গ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি বলেছেন, রতনে রতন চেনে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রাশিয়ায় কিছু দিন আগেই দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে। কোনও রকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে। হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

জো বাইডেনের এমন মন্তব্যের পর রুশ-মার্কিন সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে তলব করেছে ক্রেমলিন। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে।

কিন্তু বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বাইডেনের খুনি মন্তব্যকে ইঙ্গিত করে ভ্লাদিমির পুতিন বলেন, আমরা সব সময় অন্যের মধ্যে নিজেদের গুণাবলী খুঁজে বেড়াই এবং অন্যকে নিজের মতো ভাবি।   

সোভিয়েত আমলে সেন্ট পিটার্সবুর্গে (সাবেক লেনিনগ্রাদ) নিজের শৈশবের একটি উদ্ধৃতি তুলে ধরে পুতিন বলেন, রতনে রতন চেনে।

তিনি আরও বলেন, এটি শুধু শিশুদের কথা ও কৌতুক নয়। এটির গভীর মনোবিদ্যাগত অর্থ রয়েছে।

বাইডেনের সুস্বাস্থ্য কামনা করে পুতিন বলেন, আমি এটি চাই, এটি কোনও রসিকতা বা কৌতুক নয়।

বাইডেনের মন্তব্য নিয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য খুবই দুঃখজনক। এটি স্পষ্ট যে, তিনি চান না উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক থাকুক। আমরাও এখান থেকেই শুরু করবো।

 

/এএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ