X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শেয়ার বাজারের পতন ঠেকালো বিমা খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৮:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:৫৪

আজ মঙ্গলবার (২৩ মার্চ) দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিমা খাতের দাপটে পুঁজিবাজারে বড় দরপতন ঠেকানো সম্ভব হয়েছে। এই খাতের ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টি প্রতিষ্ঠানের, কমেছে একটির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি কোম্পানির শেয়ারের দাম।

দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। বিমা খাতের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারও দরপতন রোধে অবদান রেখেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে এক পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ছয় পয়েন্ট। সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ১২টির। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির কমেছে চারটির এবং অপরিবর্তিত রয়েছে আটটির শেয়ারের দাম।

বাজারের তথ্যমতে, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে মঙ্গলবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। সকাল সাড়ে ১০টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ৩৭ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা অব্যাহত ছিল দিনের লেনদেনের শেষ সময় পর্যন্ত।

দিন শেষে ডিএসএক্স সূচক আগের দিনের তুলনায় এক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪১৩ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস এক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৭ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক তিন দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ছয় লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭১ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার টাকা।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার
পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: ডিবিএ সভাপতি
বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়, চলছে না আইসিবি: অধ্যাপক আবু আহমেদ
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি