X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের যুদ্ধের খায়েশ মেটেনি

উদিসা ইসলাম
০১ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০৮:০০

১৯৭৩ সালের এইদিনে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নয়াদিল্লি কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে বলেন, পাকিস্তানের যুদ্ধের খায়েশ এখনও মেটেনি এবং ভবিষ্যতের জন্য বিপদের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, অদূর ভবিষ্যতে পাকিস্তান সহসা ভারত আক্রমণ না করলেও ভবিষ্যতে কোনও এক সময় ভারতের দুর্গম স্থানে আঘাত করে দ্রুত জয় লাভের মাধ্যমে সামরিক গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে। কেননা, তাদের সামরিক গর্ব ১৯৭১ সালের যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বব্যাপী পাকিস্তানের অস্ত্র সংগ্রহের বর্তমান প্রবণতা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে গিয়ে এসব কথা বলেন জনৈক অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তা।

পাকিস্তান কর্তৃক ব্যাপক অস্ত্র সংগ্রহ অভিযানের আরও ব্যাখ্যা অবশ্য সেদিন দেওয়া হয়। যেখানে বলা হয়, ভারত পাকিস্তানকে আরও খণ্ড বিখণ্ড করে ফেলার চেষ্টা করবে বলে পাকিস্তান আশঙ্কা করে। পাকিস্তানের কোনও কোনও আরব বন্ধুদেরও এই আশঙ্কা। এই কারণে পাকিস্তানের বিগত বাজেটের অর্ধেক সামরিক খাতে বরাদ্দ করা হয়েছে।

পাকিস্তানের অস্ত্র সংগ্রহের তৃতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয়, দেশটি মনে করে, ভারতও সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করবে এবং উন্নয়ন খাতের অর্থ সামরিক খাতে ব্যয় করতে বাধ্য হবে। এর ফলে ভারত বিদেশের ওপর নির্ভরশীল হয়ে থাকবে।

পাকিস্তানের যুদ্ধের খায়েশ মেটেনি

ভারতীয় প্রধানমন্ত্রীর দূত ঢাকায়

ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি হাকসার এইদিন দিল্লি থেকে ঢাকায় আসেন। তিনি উপমহাদেশের পরিস্থিতি সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করবেন। তেজগাঁও বিমানবন্দরে আসার পর তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী গান্ধী তাকে ঢাকায় পাঠিয়েছেন।

কোনও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করবেন কিনা এ প্রশ্নের জবাবে ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি জানান, উভয়দেশের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাই বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ঢাকায় অবস্থানকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রফিক উল্লাহ চৌধুরী এবং ভারতীয় হাইকমিশনার হাতসারকে অভ্যর্থনা জানান।

রেশন দোকানের জবাব

বয়স্কদের জন্য তিন সপ্তাহ আগে সরকার বিধিবদ্ধ রেশনিং এলাকায় গমের পরিমাণ বাড়িয়ে চালের পরিমাণ সুনির্দিষ্ট করে দেওয়ার পরও এইদিন পর্যন্ত দোকানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। চাল আছে তো গম নেই, চিনি আছে তো তেল নেই। উল্লেখ্য ইতিপূর্বে এক ঘোষণায় জানানো হয়, যদি কোনও সপ্তাহের জন্য বরাদ্দ মাল সরবরাহ না করতে পারে তবে পরবর্তী সপ্তাহে মাল আসার পর পুরাতন সপ্তাহের চাহিদা পূরণ করা হবে।

পাকিস্তানের যুদ্ধের খায়েশ মেটেনি

সুবিধাজনক শর্তে সাহায্যের আহ্বান

বাংলাদেশের উন্নয়নের সাহায্য সংক্রান্ত বিষয়ে ঢাকায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়। সম্মেলন শেষে সম্মিলিত ঘোষণায় বাংলাদেশের উন্নয়নের উদার ও সুবিধাজনক সত্যের অর্থনৈতিক সাহায্য করার পক্ষে মত প্রকাশ করা হয়। এই সাহায্যের মধ্যে বৈদেশিক মুদ্রা ব্যয়কে অন্তর্ভুক্ত করার পক্ষে মত প্রকাশ করা হয়। উন্নয়নের জন্য আগামী আর্থিক সালে পর্যাপ্ত সরবরাহের প্রয়োজনীয়তা সম্পর্কে সম্মেলনে সম্মতি প্রকাশ করা হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়াভাবে আলোচনাকালে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নুরুল ইসলাম এই সম্মেলনের বৈশিষ্ট্য ও তাৎপর্যের প্রতি আলোকপাত করে বলেন, বাংলাদেশের উন্নয়নে সাহায্যের ব্যাপারে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে আরও মতবিনিময় সভা হবে।

/এফএ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট