X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বিচারে গাছ কাটা হচ্ছে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২১:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩০

সারাদেশে চলছে লকডাউন। এই লকডাউনকালীন সময়ে সৌন্দর্যবর্ধনের নামে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাছ। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে শুরু করে ছাত্র হল গেইট পর্যন্ত রাস্তার পাশের বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ইতোমধ্যে ৪-৫ বছর বয়সী ৭-৮ টি গাছ  কেটে সে যায়গা পরিষ্কার করা হচ্ছে। আবার কিছু কিছু যায়গায় গুল্মজাতীয় ফুল গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে এ বিষয়ে ক্ষোভ  প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘গাছগুলোর আশেপাশে বৈদ্যুতিক তার ছিলো। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই কয়েকটি গাছ কাটা হয়েছে, একে মোটেও বৃক্ষ নিধন বলা যায় না। তাছাড়া যে সমস্ত গাছ কাটা হয়েছে তার নিচে মাটির চেয়ে বালু বেশি হওয়ায় এগুলো আর খুব বেশি বড় হতো না। কয়েকজন পরিবেশবাদীদের সাথে কথা বলার প্রেক্ষিতেই গাছগুলো কাটা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যাতে এ ধরনের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য এসব জায়গাগুলোতে পরিকল্পনা অনুসারে গাছ লাগানো হবে যা সৌন্দর্যবর্ধনে সহায়ক হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী সালিম সাদমান বলেন, ‘মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনও যুক্তি না। তাছাড়া  প্রশাসনের স্বদিচ্ছা থাকলে বৈদ্যুতিক তারগুলো বা খুঁটিগুলোর স্থান পরিবর্তন করা যেত। এজন্য গাছ কাটা কোনও সমাধান বলে মনে করি না। এছাড়া গাছগুলোর গোড়া থেকে না কেটে ডালপালা কেটে দিলেও এই সমস্যার সমাধান করা যেত।’

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা জানান, ‘গাছের নিচে বালু থাকা বড় গাছের জন্য একটা সমস্যা তবে বালু ধীরে ধীরে পরিবর্তন হয়ে মাটিতে পরিণত হয়। এছাড়া চাইলে গাছগুলো না কেটে এর সমাধান বের করা যেত।’

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি