X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভারতে শিগগিরই অনুমোদন পাচ্ছে রুশ ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ১৮:২২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:২৪
image

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে ভারতের একটি বিশেষজ্ঞ কমিটি। ভারতীয় প্রতিষ্ঠান ড. রেড্ডি’স উৎপাদন করছে এই ভ্যাকসিনটি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের পর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ব্যবহারের অনুমোদন দিলে এটি হবে ভারতে অনুমোদন পাওয়া তৃতীয় ভ্যাকসিন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা মহামারিতে তৃতীয় সর্বোচ্চ বিপর্যস্ত দেশ ভারত। বর্তমানে দেশটিতে দুটি টিকা ব্যবহার হচ্ছে। একটি হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। বর্তমানে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা চলছে ভারতে।

ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিনটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড. রেড্ডি’স গত ১৯ ফেব্রুয়ারি জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার আবেদন করে। পরে সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) এই টিকাটিকে অনুমোদনের সবুজ সংকেত দিয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে ভারতীয় নাগরিকদের ব্যাপক হারে এটি প্রয়োগ শুরু হবে।

বর্তমানে দুটি টিকা ব্যবহারের অনুমোদন থাকলেও ভারতের বিভিন্ন রাজ্যে টিকা স্বল্পতা দেখা দিয়েছে। পর্যাপ্ত ডোজ টিকা না পাওয়ায় বন্ধ রাখতে হচ্ছে বহু টিকাদান কেন্দ্র। ফলে রুশ ভ্যাকসিনটি অনুমোদন পেলে তা ডোজ সংকটের নিরসন করবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১ এপ্রিল সাবজেক্ট এক্সপার্ট কমিটির বৈঠকে ড. রেড্ডি’স-এর কাছ থেকে স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্পর্কিত তথ্য উপাত্ত চাওয়া হয়। এছাড়া মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত তথ্যও জানতে চাওয়া হয়। ভারত এবং রাশিয়ায় চালানো তৃতীয় পর্যায়ের পরীক্ষার তথ্য-উপাত্ত চাওয়া হয়।

ভারতে ১৮ থেকে ৯৯ বছর বয়সী এক হাজার ছয়শ’ স্বেচ্ছাসেবীর ওপর স্পুটনিক ভি ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়। ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা এবং বেলারুশেও টিকাটির পরীক্ষা চালানো হচ্ছে।

প্রথম সোভিয়েত মহাকাশযানের নামে নামকরণ করা হয়েছে স্পুটনিক ভি ভ্যাকসিনটির। দুই ডোজের এই ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট। আন্তর্জাতিক বাজারে এর প্রতিটি ডোজ বিক্রি হচ্ছে দশ ডলারেরও কম দামে। শুস্ক অবস্থায় ভ্যাকসিনটি ২ থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মজুত রাখা যায়।

/জেজে/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল