X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘যুদ্ধকালীন পরিস্থিতির মতো পদক্ষেপ জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৭:০২আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭:০৬

সর্বাত্মক লকডাউনে কলকারখানা চালু রাখার যুক্তি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির মতো করোনা দুর্যোগ মোকাবিলায় জরুরিভিত্তিতে সব প্রতিষ্ঠানিক সক্ষমতা, অভিজ্ঞতা ও সম্পদ কাজে লাগানো প্রয়োজন।’ মঙ্গলবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সরকারের সর্বাত্মক ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকারের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের প্রচারসর্বস্বতা পরিহার করে ও কথা কম বলে মহামারি মোকাবিলার বাস্তব কাজে সর্বোচ্চ মনযোগ দেওয়া প্রয়োজন। সর্বাত্মক লকডাউনের মধ্যে গার্মেন্টসসহ শিল্প-কারখানা চালু রাখার সিদ্ধান্ত স্ববিরোধী। এ ব্যাপারে তাদের যুক্তি গ্রহণযোগ্য নয়।  শ্রমিকেরা যদি ব্যাপকভাবে সংক্রমিত হতে থাকেন তাহলে তার দায়দায়িত্ব মালিক পক্ষ ও সরকারকেই বহন করতে হবে।  শ্রমজীবী-মেহনতি, দিনমজুর ও স্বল্প আয়ের পরিবারগুলোর কাছে খাদ্য ও নগদ অর্থ  পৌঁছানো না গেলে কেবল সরকারি ঘোষণা দিয়ে লকডাউন কার্যকর করা যাবে না।’

সাইফুল হক অবিলম্বে এসব পরিবারের কাছে এক মাসের খাবার ও নগদ পাঁচ হাজার টাকা করে পৌঁছানোর দাবি জানান।

বিৃবতিতে তিনি বলেন, ‘করোনা মহামারির এক বছর পর পরোনার পরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে অভিজ্ঞতা, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার অজুহাত দেওয়ার সুযোগ নেই। অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীর আমদানি ও কেনাকাটা নিয়ে এখনও বড় ধরনের সংকট রয়েছে।’ তিনি এসব খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে তিনি করোনার টিকা আমদানির ব্যাপারে জরুরি ভিত্তিতে বিকল্প উৎস খুঁজে বের করারও দাবি জানান।

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক