X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, কলকাতাও হেরেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ০০:৪২আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০০:৪৮

বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। আন্দ্রে রাসেল তো ৫ উইকেট তুলে নিয়েছেন! এককথায় বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্স জয়ের ভিতটা গড়ে দিয়েছিল। কিন্তু ব্যাটসম্যানরা তাদের সামর্থ্যের প্রমাণ দিতে পারলেন না। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০ রানে হারতে হয়েছে কলকাতাকে। বল হাতে ২৩ রান দিয়ে ১ উইকেট পাওয়া সাকিব ব্যাটিংয়ে ৯ বলে করেছেন ৯ রান।

দারুণ বোলিংয়ে মুম্বাইকে আটকে রেখেছিল কলকাতা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা করে ১৫২ রান। টি-টোয়েন্টির যুগে মোটেও কঠিন লক্ষ্য ছিল না। তারপরও ট্রেন্ট বোল্টের চমৎকার বোলিংয়ে ৭ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি কলকাতা।

শেষ ওভারে কলকাতার জিততে দরকার ছিল ১৫ রান। ক্রিজে ছিলেন রাসেল ও দিনেশ কার্তিক। জয়ের স্বপ্ন দেখা মোটেও বাড়াবাড়ি ছিল না। কিন্তু রাসেল দুর্দান্ত বোলিং করলেও ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ। ১৫ বলে করেছেন মাত্র ৯ রান। তাই বোল্টের শেষ ওভার থেকে আসে মাত্র ৪ রান।

অথচ কী দারুণ শুরুই না পেয়েছিল কলকাতা। উদ্বোধনী জুটিতে তারা পায় ৭২ রান। নিতিশ রানা ৫৭ ও শুভমান গিল করেন ৩৩ রান। পরের দিকে আর কোনও ব্যাটসম্যানই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে সাকিব পাঁচ নম্বরে নেমে করেন ৯ রান। ৯ বলের ইনিংসটি তিনি সাজান ১ বান্ডারিতে।

মুম্বাইয়ের সেরা বোলার রাহুল চাহার। ৪ ওভারে ২৭ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। আর শেষ ওভারে দারুণ বোলিং করা বোল্ট ২৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট সুনিল নারাইনকে বসিয়ে রেখে একাদশে জায়গা করে দিয়েছে সাকিব আল হাসানকে। উদ্বোধনী ম্যাচে ব্যাট-বল হাতে সাদামাটা পারফরম্যান্স করলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশি অলরাউন্ডার। দলের সবচেয়ে কৃপণ বোলার সাকিব। আর শেষ দিকে বল হাতে তুলে নিয়ে চমক দেখিয়েছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডার পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা।

মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রাসেল, সাকিব, হরভজন সিং, বরুণ চক্রবর্তী ও প্যাট কামিন্সের বোলিংয়ের সামনে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মুম্বাই করেছে ১৫২ রান।

মুম্বাইয়ের রানের চাকা আটকে রাখতে বড় ভূমিকা রেখেছেন সাকিব। তার ৪ ওভারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মাত্র একটি বাউন্ডারি মারতে পেরেছেন। আগের ম্যাচে ৩৪ রান খরচায় ১ উইকেট নিলেও মঙ্গলবার ২৩ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট।

ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের হাতে বল তুলে দেন কলকাতা অধিনায়ক ইয়োন মরগান। প্রথম ওভারে ৪ রান দিয়ে চাপে ফেলে দেন মুম্বাইয়ের ব্যাটসম্যানদের। এক ওভার বিরতি দিয়ে সপ্তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করেন সাকিব। এই স্পেলে বাকি ৩ ওভার সম্পূর্ণ করেন। শেষ ওভারের দ্বিতীয় বলে সূর্যকুমার যাদবের কাছ থেকে একটি বাউন্ডারি হজম করেন তিনি।

পরের বলে অবশ্য লং অনে শুভমান গিলের হাতে ক্যাচ বানিয়ে ৫৬ রান করা যাদবকে ফেরান সাকিব। সব মিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে তার শিকার ১ উইকেট।

তবে উইকেট সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন রাসেল। মাত্র ২ ‍ওভার বল করেছেন তিনি। মাত্র ১৫ রান খরচায় এই পেসারের শিকার ৫ উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। যদিও হয়নি। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন ঠিকই।

কিন্তু ব্যাটিংয়ে কাজ করতে পারেননি রাসেল। শেষ ওভারে চাহিদার জোগান দিতে ব্যর্থ হয়েছেন এই ক্যারিয়ান হার্ডহিটার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন