X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর নারীকে ধর্ষণচেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ২০:৩১আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর ধর্ষণচেষ্টাকালে ছিনতাইকারীদের চিনে ফেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে গলাটিপে হত্যার চেষ্টা করা হয়েছে। পরে ওই নারী অভিযোগ দেওয়ার পরও মামলা নিতে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সানোয়ার হোসেন অসহযোগীতা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নারীর বাবা জানান, আমার মেয়ে (৩০) গত ১১ এপ্রিল সকালে হাটাবো থেকে অটোরিকশায় কাঞ্চন ব্রিজ এলাকায় যাচ্ছিল। পথে আমদিয়াকাজিরটেক এলাকায় অজ্ঞাত অটোরকশা চালকের সহযোগীতায় আগে থেকে ওত পেতে থাকা বীরহাটাবো নাগদাপাড়ার ইসলাম উদ্দিনের ছেলে মোগলসহ ৩ জন তার ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা তার (মেয়ে) মুখ বেঁধে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। পরে তার গলা থেকে ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তাকে ধর্ষণেরও চেষ্টা করে। এতে বাঁধা দিলে মেয়েকে এলোপাতাড়ি মারধর শুরু করে ছিনতাইকারীরা এবং গলাটিপে হত্যার চেষ্টা করে

তিনি আরও বলেন, ‘এ সময় আমার মেয়ে জোরে শব্দ করলে বীরহাটাবো গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে হালিম ঘটনাস্থলে দৌড়ে যান। তবে ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে হালিম মিয়া শুধু সলাম উদ্দিনের ছেলে মোগলকে চিনতে পারে। বাকিদের মুখে মাস্ক থাকায় চিনতে পারেনি। মেয়েকে  উদ্ধার করে তারা আমাদের জানান। পরে  তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’

ভুক্তভোগী ওই নারীর ভাই অভিযোগ করেন, ‘আমার বোনের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর ধর্ষণ চেষ্টা করা হলেও ভোলাবো তদন্ত কেন্দ্রের দারোগা সানোয়ার হোসেন রহস্যজনক কারণে এ ঘটনার অভিযোগপত্রে ধর্ষণ চেষ্টার কথা লিখতে দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পূর্বশত্রুতা লেখা হয়েছে। আমার পিতা পড়াশোনা জানেন না, তাই বুঝতে পারেননি। ফলে ওই দারোগা আমার বোনের বিচার পেতে সহযোগিতার বদলে নিরুৎসাহিত করছেন। দারোগা আমার মুঠোফোনে কল দিয়ে বলেছেন, আমার বোন বাকপ্রতিবন্ধী। তাই আদালতে স্বাক্ষী দিতে পারবে না, মামলা করে লাভ হবে না। অযথা হয়রানি হবে। তাছাড়া অভিযুক্তদের ধরিয়ে দিতে পারলে মামলা নেওয়া হবে বলে শর্ত জুড়ে দেন।’

তবে অভিযুক্ত এএসআই সানোয়ার হোসেন বলেন, ‘বাদীপক্ষকে বলেছিলাম, অভিযুক্তদের অবস্থান জানাতে বা ধরিয়ে দিতে। বাদীপক্ষ গরীব, অসহায়। তারা থানা ও আদালতে দৌড়াতে পারবে না ভেবে এ কথা বলেছি। তবে অসহযোগিতা করবো না। অভিযুক্তদের ধরার চেষ্টা করছি। এছাড়া অভিযুক্ত মোগল মিয়া পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত মোগল ও তার অধীনে একটি চক্র পূর্বাচলে ঘুরতে আসা লোকজনের কাছ থেকে সুযোগ বুঝে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এমন ঘটনা আরও রয়েছে। এছাড়াও তারা এলাকায় মাদকসেবী হিসেবে চিহ্নিত।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘কোনও পুলিশ সদস্যের বক্তব্য এমন হতে পারে না। ঘটনা তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবন্ধী ওই নারীর অভিযোগ পেয়েছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও