X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুপার লিগ নিয়ে ইউরোপে তোলপাড়

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১২:৩০আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১২:৩১

ইউরোপের ১২টি শীর্ষ ক্লাব এমনই এক লিগ আয়োজনের চেষ্টা করছে, আদতে যা ‘বিদ্রোহী লিগ’নামে পরিচিত পাচ্ছে। ইউরোপিয়ান সুপার লিগ নামের সেই আয়োজনের প্রচেষ্টাকে এরই মধ্যে অবৈধ ঘোষণা করেছে ফিফা ও উয়েফা।

রবিবারই ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব ঘোষণা দিয়েছে যে, তারা নতুন এই লিগ মাঠে নামাতে যাচ্ছে। যার প্রথম চেয়ারম্যান হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। অংশ নিতে যাওয়া ১২টি ক্লাব হলো- এসি মিলান, আর্সেনাল, অ্যাতলেতিকো মাদ্রিদ, চেলসি, বার্সেলোনা, ইন্টার মিলান, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম ও রিয়াল মাদ্রিদ। সবগুলো ক্লাবই যোগ দিয়েছে প্রতিষ্ঠাকালীন হিসেবে।

বিবৃতিতে তারা জানিয়েছে, ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব সপ্তাহের মাঝ দিকে নিজেদের ঘরোয়া লিগের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি প্রতিযোগিতা শুরুর বিষয়ে একমত হয়েছে। যার নাম সুপার লিগ, আর পুরো টুর্নামেন্টই দেখভাল করবে এর প্রতিষ্ঠাকালীন ক্লাবগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, পরে আরও তিনটি ক্লাব যোগ দেবে তাতে। উদ্বোনী আসর বাস্তবায়নযোগ্য পরিস্থিতি তৈরি হলেই মাঠে গড়াবে।

অবশ্য এমন বিদ্রোহী লিগ মাঠে গড়ানো নিয়ে ফিফা ও উয়েফা এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তারা বলেছে, অংশ নেওয়া ক্লাবগুলোকে সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে। এমনকি আন্তর্জাতিক ম্যাচেও নিষেধাজ্ঞার মাঝে পড়বেন সংশ্লিষ্ট ক্লাবের ফুটবলাররা!  

এমন পরিস্থিতিতেও সুপার লিগের আয়োজকরা বলছেন, তারা এ নিয়ে ফিফা ও উয়েফার সঙ্গে যৌথভাবে কাজ করতেই আগ্রহী। যাতে সার্বিকভাবে ফুটবলের জন্য সেরা ফলাফলটা পাওয়া যায়। কিন্তু শীর্ষ ক্লাবগুলো এমনটা দাবি করলেও বলা হচ্ছে, সুপার লিগ মাঠে গড়ালে হুমকিতে পড়তে পারে চ্যাম্পিয়নস লিগ!

ফরম্যাট কেমন হবে?

বিবৃতি অনুযায়ী ১৫টি প্রতিষ্ঠাকালীন ক্লাবসহ মোট ২০টি ক্লাব দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এর মধ্যে প্রতিষ্ঠাকালীন ১৫টি ক্লাব ছাড়া বাকি ৫টি ক্লাব আসবে কোয়ালিফাইং পদ্ধতির মাধ্যমে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। গ্রুপের চতুর্থ ও পঞ্চম হওয়া দলগুলো মিলে খেলবে দুই লেগের প্লে অফ। সেখান থেকে আসবে শেষ আটের বাকি দল।

/এফআইআর/ 
সম্পর্কিত
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলো ইন্টার মিলান 
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা