X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধানে চিটা, কৃষকের মাথায় হাত

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২১ এপ্রিল ২০২১, ১০:০০আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১০:০০

প্রতি বছর বোরো ধান আবাদ করে পুরো সংসারের চাহিদা পূরণ করে আসছিলেন কৃষক কহিনূর মিয়া। এবার তিনি ব্যাংক থেকে সিসি লোক নিয়ে প্রায় দুইশ’ শতাংশ জমিতে ‘বি-ধান ৮১’ আবাদ করেন। স্বপ্ন ছিল অন্যান্য বছরের ন্যায় এবারও পরিবারের চাহিদা মেটানোর। কিন্তু সেটি আর হচ্ছে না। তার আবাদকৃত পুরো জমির ধানেই ব্লাস্টের আক্রমণে চিটা হয়েছে। এতে করে চরম লোকসানের মুখে পড়েছেন তিনি। হতাশায় দিন কাটাচ্ছেন কহিনূরের পরিবার।

কহিনূর টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী চরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছাড়াও একই এলাকার কৃষক ঠান্ডু মিয়ার ৫০ শতাংশ ও কাউলজানী উত্তরপাড়া এলেমউদ্দিনের ১৭০ শতাংশ জমিতে ‘বি-ধান ৮১’ চিটা হয়েছে। তারাও চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।

জনা যায়, জেলার বাসাইল উপজেলায় এবার ১১ হাজার ১২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ হয়েছে। ২৯, ২৮ ও ৫৮’সহ বিভিন্ন জাতের ধানের ফলন ভালো হয়েছে। এদের মধ্যেও আবার দু’একজন কৃষকের ধানে ব্লাস্টের আক্রমণের কথা শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ‘ব্রি-ধান ৮১’তে। একাধিক কৃষকের জমিতে ৮১ ধানে দেখা দিয়েছে চিটা। বোরো ধানের ওপর নির্ভর করে কৃষক পরিবারের একগুচ্ছ স্বপ্ন। এই বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে চরম হতাশায় ভুগছেন তারা। বিষয়টি উপজেলা কৃষি অফিসে জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

কৃষক কহিনূর মিয়া বলেন, ‘প্রায় দুইশ’ শতাংশ জমিতে ভালো ফলনের আশায় বোরো ধান-৮১ আবাদ করি। ধান রোপণের পর মনে হচ্ছিল ফলন ভালো হবে। শীষ বের হওয়ার কয়েকদিনের মধ্যে ধানগুলো পাকতে শুরু করে। ধানগুলোতে ক্রমেই চিটা দেখা দেয়। এরপর বিএডিসি নির্ধারিত স্থানীয় ডিলারের সঙ্গে পরামর্শ করে ধানে মেডিসিন ব্যবহার করা হয়। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এখন সব ধানে চিটা হয়েছে। দুইশ’ শতাংশ জমির ধান কাটলেও এক মণ ধানও হবে না।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক থেকে সিসি লোন নিয়ে ধানের আবাদ করেছি। দুইশ’ শতাংশ জমিতে সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। ধানের আবাদ করেই আমার সংসার চলে। এখন আমার পথে বসা ছাড়া কোনও উপায় নেই। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’

কৃষক এলেমউদ্দিন বলেন, ‘কৃষি আবাদ করেই আমার সংসার চলে। এই বোরো ধানের ওপরেই আমার পুরো পরিবারের স্বপ্ন। প্রতি বছর আমার জমিতে ২৯ ধান আবাদ করি। কিন্তু আরও ভালো ফলনের আশায় নতুন জাতের ‘ব্রি-ধান ৮১’ আবাদ করেছি। আমার ১৭০ শতাংশ জমির সব ধান চিটা হয়েছে। ১৭০ শতাংশ জমিতে এক মণ ধানও হবে না। এখন সরকার থেকে অনুদান না দিলে আমার চলার মতো কোনও উপায় থাকবে না।’

কৃষক ঠান্ডু মিয়ার স্ত্রী লাল বানু বলেন, ‘আমরা ৫০ শতাংশ জমিতে ৮১ ধান আবাদ করেছি। ক্ষেতের সব ধানেই চিটা হয়েছে। আমরা কৃষি আবাদ করেই সংসার চালাই। ধানে চিটা হওয়ায় অনেক ক্ষতি হয়ে গেলো।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার বলেন, ‘উপজেলায় ২৫ জন ডিলার রয়েছে। প্রতিজন ডিলারকে বিএডিসি থেকে ১০ কেজি ওজনের প্রায় ১০টি করে প্যাকেট দেওয়া হয়েছে। অনেক কৃষকের ধান একেবারেই নষ্ট হয়ে গেছে। সম্ভবত এ উপজেলার জমিগুলো ‘ব্রি-ধান ৮১’ ধান আবাদের উপযোগী নয়। এ উপজেলায় ২৯ ধানের সবচেয়ে ফলন ভালো হয়।’

ধানে চিটা, কৃষকের মাথায় হাত

উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, ‘উপজেলায় এবার ১১ হাজার ১২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এ উপজেলার ব্রি-ধান ২৯, ৫৮, ৮১, ৮৬, ৮৮, ৮৯ এবং হাইব্রিডসহ কয়েক রকমের জাতের ধান আবাদ করা হয়েছে। এসব ধান এখন পর্যন্ত মাঠে ভালো আছে। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারছি বিভিন্ন ধরণের রোগ ও পোকামাকড়ের আক্রমণ আছে। ব্লাস্ট, ব্যাকটেরিয়া, পাতা পোড়া, অনেক সময় চিটা হতে পারে সে কারণে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।’

‘ব্রি-ধান ৮১’ জাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলায় এক হেক্টর জমিতে ‘ব্রি-ধান ৮১’ আবাদ হয়েছে। দুইজন কৃষক ধানের শীষ নিয়ে অফিসে এসেছিল। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পরিদর্শনে পাঠানো হয়েছিল। তাদের ক্ষেতে দেখা গেছে সবগুলো ধানে চিটা হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো।’

/এনএইচ/
সম্পর্কিত
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
সর্বশেষ খবর
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা