চাকরির সন্ধানে গ্রাম থেকে রাজধানীর আশুলিয়ায় আত্মীয়ের বাড়িতে আসেন এক তরুণী। সপ্তাহ তিনেক আগে মামাতো বোনের বাসায় ওঠেন তিনি। গত ১৮ এপ্রিল তিনি ধর্ষণের শিকার হন। অভিযোগ করা হয়, বাসায় একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে একই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকা ইমন সরদার। ঘটনার পর পালিয়ে যায় ইমন। তাকে গ্রেফতার করেছে র্যাব।
গত ১৮ এপ্রিল আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হলে তার ছায়া তদন্তে নামে র্যাব। তারই ধারাবাহিকতায় বুধবার (২১ এপ্রিল) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইমন সরদারকে গ্রেফতার করা হয়। র্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, ইমন ধর্ষণের দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।