X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাম্বিয়ায় সামরিক কূটনীতি নিয়ে বক্তব্য রাখলেন জেনারেল আজিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ২১:১৬আপডেট : ০৫ মে ২০২১, ২১:১৬

সামরিক কূটনীতির গুরুত্ব তুলে ধরে জাম্বিয়ার ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বক্তব্য রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার (৫ মে) সেটি পরিদর্শন ও সেখানে প্রশিক্ষণরত কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সামরিক কূটনীতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাম্বিয়ায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বুধবার জাম্বিয়ার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। এরপর তিনি প্রশিক্ষণরত অফিসারদেরকে সামরিক কূটনীতিসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তব্য রাখেন। এছাড়া, তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজান্ডোর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি দুই দেশের স্টাফ কলেজসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরও জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ মঙ্গলবার (৪ মে) সকালে জাম্বিয়ার ন্যাশনাল সার্ভিসের কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল নাথান মুলেঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় লেফটেন্যান্ট জেনারেল মুলেঙ্গা জাম্বিয়ার ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন কার্যক্রম এবং যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম ও জাতীয় উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততার ব্যাপারে জেনারেল মুলেঙ্গাকে  অবহিত করেন। একইসঙ্গে তিনি জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের প্রতিনিধিদলকে বাংলাদেশ আর্মির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন, ইত্যাদি বিষয়ক অনুশীলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের  একটি ইউনিট পরিদর্শন করেন।

সফর শেষে জেনারেল আজিজ আহমেদ  বুধবার (৫ মে) রাতে জাম্বিয়া ত্যাগ করে ৬ মে দেশে পৌঁছাবেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা