X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আইপিএলে করোনার থাবা পড়লো কীভাবে? সৌরভ বললেন...

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২১, ১৩:৫৩আপডেট : ০৬ মে ২০২১, ১৩:৫৩

ক্রিকেট বিশ্বের চোখ পড়েছিল ভারতে। বাইরে মৃত্যুর মিছিল চললেও স্টেডিয়ামের ভেতরে চলছিল চার-ছক্কার উৎসব। সমালোচনার মুখেও বন্ধ হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সুরক্ষার জাল বিছিয়ে ‘শক্তিশালী’ বায়ো বাবল তৈরি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দেখিয়ে দিচ্ছিল তাদের আয়োজনের পারদর্শিতা। তবে ধোপে টেকেনি! ‘নিশ্ছিদ্র’ জীবাণু সুরক্ষার দেয়াল ভেঙে আইপিএলে ঢুকে পড়ে করোনাভাইরাস। টুর্নামেন্ট বন্ধ হয়েছে, তবে প্রশ্ন থামেনি- আইপিএলে করোনার থাবা পড়লো কীভাবে?

কুড়ি ওভারের প্রতিযোগিতাটির আয়োজক বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলী নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আসলে তিনি নিজেও বুঝতে পারছেন না সুরক্ষার চাদর ভেদ করে আইপিএলে কীভাবে ঢুকলো প্রাণঘাতী ভাইরাস। বায়ো বাবল ভেঙে যাওয়ার যে ‍আলোচনা চলছে চারদিকে, তার সঙ্গে একমত নন সাবেক ভারতীয় অধিনায়ক। তিনিও কারণ খুঁজে যাচ্ছেন।

কলকাতার নাইট রাইডার্সের তাঁবুতে প্রথম করোনা থাবা বসায়। ধীরে ধীরে আরও তিন ফ্র্যাঞ্চাইজিতে কোভিডের অস্তিত্ব পাওয়া যায়। ফলে বাধ্য হয়ে আইপিএল বন্ধ করে দিতে হয় বিসিসিআইকে। তবে প্রশ্ন হলো, অর্থের ঝনঝনানির এই টুর্নামেন্টে করোনা ঢুকলো কীভাবে? বিসিসিআই সভাপতি জানেন না কীভাবে ঘটলো।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘তার মানে কি বায়ো-সিকিউরিটি বাবল ঠিকঠাক মতো করা হয়নি? নাকি কেউ বায়ো বাবল ভেঙেছেন? আমার মনে হয় না তেমনটা। আমার যে রিপোর্ট পেয়েছি, তাতে বাবল বিধি ভাঙার কোনও প্রমাণ পাইনি।’

তাহলে? সৌরভ এখনও ধোঁয়াশায়, ‘কীভাবে ঘটলো, বলাটা খুব কঠিন। কীভাবে এই দেশের এত মানুষ আক্রান্ত হলো, এটা বলাটাও মুশকিল।’

সৌরভ এটাও জানিয়েছেন, কেন ভারতের মাটিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ভারতের সাবেক অধিনায়কের ব্যাখ্যা, ‘যে সময় আইপিএল ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন দেশে (ভারতে) সামান্য মানুষই সংক্রমিত হয়েছিল।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে