X
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৮ আশ্বিন ১৪২৮

সেকশনস

রাবি উপাচার্য এম আব্দুস সোবহানের নিয়োগ দুর্নীতি তদন্তে কমিটি গঠন

আপডেট : ০৬ মে ২০২১, ১৯:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন— ইউজিসির সদস্য ড. মো. আবু তাহের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ এবং ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

আরও পড়ুন: গণহারে নিয়োগ দিয়ে ক্যাম্পাস ছাড়লেন রাবি উপাচার্য

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ইতোপূর্বে ইউজিসি তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত প্রতিবেদনে উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ কার্যক্রমসহ আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত বছর ১০ ডিসেম্বর পত্রের মাধ্যমে প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য উপাচার্যকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু উপাচার্য বৃহস্পতিবার (৬ মে) তার মেয়াদের শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের ওই নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে অবৈধ ও বিধি বহির্ভূতভাবে জনবল নিয়োগ প্রদান করেছেন মর্মে মন্ত্রণালয় অবহিত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে তা অনভিপ্রেত। বিদায়ী উপাচার্য অবৈধ জনবল নিয়োগের বৈধতা প্রাপ্তির সুযোগ নেই বিধায় এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের কমিটি গঠন করা হলো।

এই কমিটি গঠনের পর অন্য একটি আদেশে বিশ্ববিদ্যালয়টি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

/এসএমএ/এমআর/

সম্পর্কিত

১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে শিক্ষাবোর্ডের নির্দেশনা

ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে শিক্ষাবোর্ডের নির্দেশনা

অনুদান নিয়ে প্রতারণা: শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অনুদান নিয়ে প্রতারণা: শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়-সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার সময়-সূচি প্রকাশ করে।

পরীক্ষার সূচি

আগামী ১৪ নভেম্বর রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিন একই সময়।

হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। ইসলামের ইতিহাস ও রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিলফুল কুরআন) গ্রুপ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর রবিবার।

পরীক্ষার বিশেষ নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনিুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট।

এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না। সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি (ওএমআর) শিট বিতরণ করা হবে। সকাল ১০টা থেকে বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ। সকাল ১০টা ১৫ মিনিটে বহু নির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু।

প্রসঙ্গত, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে এবার একজন শিক্ষার্থীকে নৈর্বাচনিক তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। আবশ্যিক পরীক্ষা এ বছর হবে না। সূচিতে প্রকাশিত বিষয়গুলোর মধ্যে যার যে নৈর্বাচনিক বিষয় রয়েছে, সে সেই বিষয়ের পরীক্ষা দেবে। তবে একজনকে নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা দিতে হবে।

  

/এসএমএ/এপিএইচ/   

সম্পর্কিত

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য হচ্ছে দিবাযত্ন কেন্দ্র

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য হচ্ছে দিবাযত্ন কেন্দ্র

‘সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

‘সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য হচ্ছে দিবাযত্ন কেন্দ্র

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

রাজধানীসহ সারাদেশে দিবাযত্ন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সন্তানদের নিয়ে জরিপ করছে সরকার। প্রাথমিক পর্যায়ে রাজধানী ঢাকায় একটি দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে ভবন ভাড়া করারও উদ্যোগ নেওয়া হয়েছে। 

জানতে চাইলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুজ্জোহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় একটি দিবাযত্ন কেন্দ্র স্থাপন করে পাইলটিং করা হবে। এ জন্য ভবন ভাড়া নেওয়ার বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। পাইলটিং শেষ হলে সারাদেশেই দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সন্তানদের পুনর্বাসনের জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর ওই নির্দেশেনার পর ঢাকা মহানগরে কর্মরত, অবসরপ্রাপ্ত সকল সরকারি কর্মচারীর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের কিংবা তাদের ওপর নির্ভরশীলদের জন্য একটি জরিপ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে এসব সন্তানের জন্য ঢাকা মহানগরে একটি দিবাযত্ন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর তথ্য সংগ্রহ করার উদ্যোগ নেয় সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড।  গত ১৪ সেপ্টেম্বর একটি নির্দেশনা দিয়ে জরিপ ফরম বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মচারীদের ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে [email protected] ই-মেইলে সরাসরি তথ্য পাঠাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানান সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) ড. নাহিদ রশীদ।

তথ্য সংগ্রহ ফরমে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তির নাম, মায়ের নাম, অথবা বৈধ অভিভাবকের নাম, পিতার নাম অথবা বৈধ অভিভাবকের নাম, পিতা বা মায়ের কর্মস্থলের পদবি ও ঠিকানা উল্লেখ করতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তির বর্তমান ও  স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর (যদি থাকে), জন্মনিবন্ধন সনদ নম্বর, জন্ম তারিখ (খ্রিস্টব্দে), ২০২১ সালের ১ অক্টোবর তার বয়স কত, কোন লিঙ্গ, কোন ধর্ম তা উল্লেখ করার কথা বলা হয়েছে ফরমে।

এছাড়া অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস বৈশিষ্ট্য, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী মাঝারি নাকি বিশেষ চাহিদাসম্পন্ন, তার (প্রতিবন্ধী) ধরণ উল্লেখ করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্নতার (প্রতিবন্ধী) মাত্রা এবং কোন কোন ধরনের সহায়তা প্রয়োজন,  তা উল্লেখ করতে বলা হয়েছে।

ক্র্যাচ, শ্রবণযন্ত্র, সাদাছড়ি, ওয়াকার, আতশীকাঁচ, হুইল চেয়ার, বিশেষ জুতা, মানসিক অসুস্থতাজনিত দৃষ্টি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রোমজনিত প্রতিবন্ধী, বহুমাত্রিক প্রতিবন্ধী কিনা, তারও তথ্য জানাতে হবে।

এছাড়া পিতামাতার ফোন নম্বর, ই-মেইল আইডি, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে নির্ধারিত ফরমে।

এর আগে দেশের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সকল ব্যক্তির সেবা ও শিক্ষা উন্নয়নে জরিপসহ বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের জন্য এবার আলাদা করে দিবাযত্ন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেওয়া  হলো।

 

/এপিএইচ/

সম্পর্কিত

‘সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

‘সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

রাজারবাগ দরবারের বিরুদ্ধে দুদক, সিটিটিসি ও সিআইডিকে তদন্তের নির্দেশ বহাল

রাজারবাগ দরবারের বিরুদ্ধে দুদক, সিটিটিসি ও সিআইডিকে তদন্তের নির্দেশ বহাল

রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

নেদারল্যান্ডস ভ্রমণের শর্ত শিথিল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬

সম্পূর্ণভাবে টিকা গ্রহণকারী ভ্রমণকারীদের নেদারল্যান্ডসে আসার পর তাদের আর হোম কোয়ারেন্টিন করার প্রয়োজন পড়বে না। বাংলাদেশ থেকে নেদারল্যান্ডস ভ্রমণকারীদের জন্য এমন নির্দেশনা দিয়েছে ওই দেশের সরকার।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও বলা হয়, ‘কিন্তু, ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরু করার পূর্বে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে (সম্পূর্ণভাবে টিকা গ্রহণ করা সত্ত্বেও)। তবে যারা টিকা গ্রহণ করেননি বা আংশিক গ্রহণ করেছেন, তাদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে।’

 

 

 

/এসএসজেড/আইএ/

সম্পর্কিত

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে টিউশন-ফি মওকুফের দাবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে টিউশন-ফি মওকুফের দাবি

অর্থমন্ত্রীর মন্তব্যের জবাব দিলেন বাণিজ্যমন্ত্রী

অর্থমন্ত্রীর মন্তব্যের জবাব দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবলেট বাসা থেকে নারীর লাশ উদ্ধার, পাওয়া যাচ্ছে না স্বামীকে

সাবলেট বাসা থেকে নারীর লাশ উদ্ধার, পাওয়া যাচ্ছে না স্বামীকে

৫ দিনের মধ্যে বড় পরিসরে টিকাদান কর্মসূচি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯

আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে বড় পরিসরে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ১ কোটির বেশি মানুষকে এসময়ে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন, ডিজিটাল মনিটরিং সিস্টেম উদ্বোধন ও পুষ্টির অগ্রযাত্রায় বাংলাদেশ ‑ জাতীয় পুষ্টি পরিষদ বিষয়ক প্রচারণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইতোমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার বায়োএনটেকের আরও ৭১ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

আজ জাহিদ মালেকও বলেন, আমরা কোভ্যাক্স থেকে টিকা পাচ্ছি। এর মধ্যে বিভিন্ন টিকা পেয়েছি। ফাইজারের ৬০ লাখ ডোজের মধ্যে ইতোমধ্যে ১০ লাখ বাংলাদেশকে দেওয়া হয়েছে। ৬০ লাখের বাইরে ফাইজারের আরও ৭১ লাখ ডোজ টিকা পাব, এমন আশ্বাস পেয়েছি।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও টিকাদান কর্মসূচি বড় পরিসরে হতে যাচ্ছে বলে জানিয়েছিলেন।

সেদিন তিনি বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটির মতো টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আর এ জন্য মাঠ পর্যায়ের টিকাদান কর্মসূচি আরও কীভাবে বাড়ানো যায় বা সম্প্রসারণ করা যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’

/জেএ/এমএস/

সম্পর্কিত

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

করোনায় মৃত ২৪ জনের ১৪ জন নারী

করোনায় মৃত ২৪ জনের ১৪ জন নারী

বিমানবন্দরে ল্যাবের অবকাঠামোর কাজ শেষ হবে আজ

বিমানবন্দরে ল্যাবের অবকাঠামোর কাজ শেষ হবে আজ

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

‘সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

সম্মিলিত সামাজিক আন্দোলন অভিযোগ করেছে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র দীর্ঘ সময় থেকেই চলে আসছে। সমাজে এক শ্রেণির সুবিধাবাদী মহল সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে নিজেদের হীনস্বার্থ হাসিল করতে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়, বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ ও নারী-শিশু নির্যাতনের মতো জঘন্য ঘটনায় লিপ্ত হয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঢাকার নেতাদের এক সভায় বক্তারা এসব অভিযোগ করেন। কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের  নেতারা বক্তব্য রাখেন।

সভায় বলা হয়, কক্সবাজারের টেকনাফের হরিখোলা গ্রামে এক আদিবাসী নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে ব্যর্থ হয়ে তার মাথা ফাঁটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতিমূলক কাজ চলছে। গত ২২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় দুর্গা পূজার প্রস্তুতি মুর্হূতে প্রতিমা ভাঙচুরের ঘটনা দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের মাঝে নিরাপদে দুর্গা উৎসব সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দেশব্যাপী সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবসহ সার্বিক নিরাপত্তা বিধানের দাবি জানান আন্দোলনের নেতারা। পাশাপাশি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবিও করেন সংগঠনের নেতারা।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সামছি, জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় নেতা ড. সেলু বাসিত, আব্দুল ওয়াহেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অলক দাশগুপ্ত, অ্যাডভোকেট পারভেজ হাসেম, ইয়াছরেমিনা বেগম সীমা, সাজেদুল আলম রিমন, মইনুল আবেদিন খান সুমন, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব জাহাঙ্গির আলম ফজলু, ঢাকা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জুবায়ের আলম  প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য হচ্ছে দিবাযত্ন কেন্দ্র

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানের জন্য হচ্ছে দিবাযত্ন কেন্দ্র

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

অনূর্ধ্ব ১০ বছর বয়সী ডেঙ্গু রোগীই প্রায় ২৫ শতাংশ

রাজারবাগ দরবারের বিরুদ্ধে দুদক, সিটিটিসি ও সিআইডিকে তদন্তের নির্দেশ বহাল

রাজারবাগ দরবারের বিরুদ্ধে দুদক, সিটিটিসি ও সিআইডিকে তদন্তের নির্দেশ বহাল

রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইনে কারিগরির অ্যাডভান্সড কোর্সে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে শিক্ষাবোর্ডের নির্দেশনা

ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে শিক্ষাবোর্ডের নির্দেশনা

অনুদান নিয়ে প্রতারণা: শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অনুদান নিয়ে প্রতারণা: শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ডাবল শিফট পিটিআইয়ের ১২ মাসের অর্থ মঞ্জুরি

ডাবল শিফট পিটিআইয়ের ১২ মাসের অর্থ মঞ্জুরি

ব্লেন্ডেড লার্নিংয়ের অবকাঠামো গড়তে হবে: ইউজিসি

ব্লেন্ডেড লার্নিংয়ের অবকাঠামো গড়তে হবে: ইউজিসি

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ২ শিক্ষার্থী কোয়ারেন্টিনে

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ২ শিক্ষার্থী কোয়ারেন্টিনে

যে কারণে ওয়ার্ল্ড র‌্যাকিংয়ে স্থান পাচ্ছে না দেশের বিশ্ববিদ্যালয়গুলো

যে কারণে ওয়ার্ল্ড র‌্যাকিংয়ে স্থান পাচ্ছে না দেশের বিশ্ববিদ্যালয়গুলো

উচ্চশিক্ষায় পাঠ্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ ইউজিসির

উচ্চশিক্ষায় পাঠ্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ ইউজিসির

সর্বশেষ

উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা

উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা

১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

১৪ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গণপিটুনিতে নিহত

পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গণপিটুনিতে নিহত

বাংলাদেশ দলের জার্সি পরেও আবেগাক্রান্ত নন কিংসলে!

বাংলাদেশ দলের জার্সি পরেও আবেগাক্রান্ত নন কিংসলে!

অকাস জোটে ভারত-জাপানকে রাখছে না যুক্তরাষ্ট্র

অকাস জোটে ভারত-জাপানকে রাখছে না যুক্তরাষ্ট্র

© 2021 Bangla Tribune