X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নাম পাল্টেও টুইটারে ফিরতে পারলেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২১, ১৬:০০আপডেট : ০৭ মে ২০২১, ১৬:০০
image

টুইটারে অ্যাকাউন্ট খুলতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টাও আটকে দিয়েছে সামাজিক যোগাযোগের সাইটটি। ডিজেটিডেস্ক নামের অ্যাকাউন্টটি বৃহস্পতিবার সকালে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। বলা হয় নতুন এই অ্যাকাউন্টটি টুইটারের নিয়ম ভঙ্গ করেছে। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটিতে তার প্রায় নয় কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। কোনও রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

এরপর গত বুধবার খোলা হয় ডিজেটিডেস্ক নামের অ্যাকাউন্টটি। এর পরিচিতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের পক্ষ থেকে পোস্ট কপি করা হবে। বলা হয় ডোনাল্ড জে ট্রাম্প নয় বরং তার ডেস্কের তরফ থেকে টুইট করা হবে। তবে বৃহস্পতিবার সেটি বাতিল করে দেওয়া হয়।

বিজনেস ইনসাইডারকে পাঠানো এক বিবৃতিতে টুইটারের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের নিষেধাজ্ঞা সম্প্রসারণ নীতিতে বলা আছে, বাতিল হওয়া অ্যাকাউন্টের পোস্ট অনুমোদন করা কিংবা সেই অ্যাকাউন্টের কন্টেন্ট প্রকাশ করতে চাওয়া অ্যাকাউন্টের বিরুদ্ধেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেবো।’

নিজের অ্যাকাউন্ট বাতিল হওয়ার পর ট্রাম্প আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকে টুইট পোস্ট করেন। তবে পরে সেগুলোও বাতিল করা হয়। তিনি প্রায়ই ইমেইল বিবৃতি পাঠান যেগুলো প্রায়ই টুইটের মতো শোনায়। গত মাকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রেসিডেন্ট বলেন তিনি টুইটার মিস করছেন না। তার দাবি এটি খুবই বিরক্তিকর। এর চেয়ে তার বিবৃতিগুলোই বেশি মার্জিত।

গত মঙ্গলবার নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন ট্রাম্প। ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প নামের ওয়েবসাইটটির আওতায় নতুন টুইটার অ্যাকাউন্টটি চালু করা হয়। নতুন এই সাইটে তিনি টুইটের মতো বিবৃতি দিচ্ছেন যা তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন।

/জেজে/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
ট্রাম্পের কর বিল নিয়ে চূড়ান্ত ভোট আজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!