শঙ্খগান
(কবি শঙ্খ ঘোষ; শ্রদ্ধাস্পদেষু)
ঝাড়লণ্ঠনের আলো—
তুমি কাকে বাসো ভালো
এই সন্ধ্যায় হঠাৎ
মৃদু বিজলি চমকাল!
হৃৎপরাণের চাবি—
বলো কোথা তুলে রাখি
আজ হাওয়া আমায়
শুধু ঝাপটা শেখাল!
শঙ্খনদীর চিঠি—
তাতে কান্না ভরা দিঠি
জলসিঁড়িটা তোমায়
শেষ পথটা দেখাল!
শঙ্খগান
(কবি শঙ্খ ঘোষ; শ্রদ্ধাস্পদেষু)
ঝাড়লণ্ঠনের আলো—
তুমি কাকে বাসো ভালো
এই সন্ধ্যায় হঠাৎ
মৃদু বিজলি চমকাল!
হৃৎপরাণের চাবি—
বলো কোথা তুলে রাখি
আজ হাওয়া আমায়
শুধু ঝাপটা শেখাল!
শঙ্খনদীর চিঠি—
তাতে কান্না ভরা দিঠি
জলসিঁড়িটা তোমায়
শেষ পথটা দেখাল!