X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চীনা রাষ্ট্রদূতের মন্তব্যে বিস্মিত কূটনীতিকরা

শেখ শাহরিয়ার জামান
১০ মে ২০২১, ২০:১১আপডেট : ১০ মে ২০২১, ২০:১৩

যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (১০ মে) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত লি জিমিংয়ের এমন মন্তব্যে কিছুটা বিস্মিত করেছে কূটনীতি বিশেষজ্ঞদের। তাদের বক্তব্য,  কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশকে কেউ আহ্বান জানায়নি, ঢাকাও এ বিষয়ে কখনও আগ্রহ দেখায়নি। এই প্রেক্ষিতে লি জিমিং কেন এই মন্তব্য করলেন সেটি নিয়ে সন্দিহান তারা।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক কোয়াডে বাংলাদেশের যোগদানে অনাগ্রহের বিষয় উল্লেখ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জানামতে কোনও ধরনের সামরিক জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ কখনও আলোচনা করেছে বা আগ্রহ দেখিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি।’

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘কোয়াডে যোগ দেবে এ ধরনের কিছু কখনই বাংলাদেশ থেকে বলা হয়নি। বাংলাদেশ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক ভিশন ধারণ করে এবং সেটিও শুধুমাত্র অর্থনৈতিক অংশটুকু। কোনও ধরনের নিরাপত্তা বিষয়ে আমরা যোগ দেবো না, এটি আমাদের সরকারের পরিষ্কার অবস্থান।’

অন্যদেশগুলো বাংলাদেশকে কোয়াডে যোগ দিতে বলেছে এধরনের কোনও ইঙ্গিতও আমরা পাইনি জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক ভিশনের বিষয়ে জানিয়েছে কিন্তু কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে কোনও কথা হয়েছে বলে কখনো শুনিনি।’

তার মতে, চীনের এ বিষয়টি জানা আছে,  হয়তো কোয়াড নিয়ে প্রশ্ন করার কারণে তিনি বলেছেন যে কোয়াড জোটটি নির্বিষ নয়।  কোয়াডের সদস্যরা প্রকাশ্যেই চীনের বিরোধিতা করছে এবং এ বিষয়টিকে বেইজিংএর ভালো চোখে দেখার কোনও সুযোগ নেই। মুনশি ফায়েজ বলেন, এই ধরনের জোটে বাংলাদেশ বা অন্য কোনও দেশ যোগ দিলে চীন পছন্দ করবে না এটিই স্বাভাবিক এবং এই বার্তাটি তারা দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন  কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণত চীন প্রকাশ্যে কিছু বলে না। এবারেই মনে হয় প্রথম তারা এ ধরনের কথা তারা জনসম্মুখে বললো।

কোয়াড চারটি দেশের একটি জোট এবং তারা নতুন কাউকে নিচ্ছে না জানিয়ে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশকে কোয়াডে কেউ যোগ দিতে বলছে বলে আমার জানা নেই, সে হিসেবে এই বক্তব্যের প্রয়োজন ছিল না। চীনাদের কেউ ভুল বুঝিয়েছে। তাই তারা বাংলাদেশকে নিয়ে টানাহেঁচড়া করছে।

সবার সঙ্গে সুন্দর ব্যবহারের চীনের যে নজির ছিল বেইজিং সেখান থেকে কিছুটা সরে আসছে  জানিয়ে তিনি বলেন, আগে তারা অনেক সতর্ক ছিল কিন্তু এখন এর অভাব দেখা দিচ্ছে। এটি তাদের জন্য ভালো হবে কিনা সেটি ভবিষ্যতে বোঝা যাবে।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন,  ‌চীন মনে করে কোয়াড একটি গ্রুপ এবং এটি চীনবিরোধী। আমি এটি পরিষ্কার করে বলতে চাই। কোয়াড নিজেকে অর্থনেতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করে, কিন্তু এটি সত্যি নয়। মূলত কোয়াড করা হয়েছে চীনের বিরোধীতার জন্য।

তিনি বলেন, 'এই চার সদস্য বিশিষ্ট ক্লাবে যোগ দিলে এটি বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ এর ফলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।'

এর আগে, ২৭ এপ্রিল চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গে একদিনের জন্য ঢাকা সফরে আসেন। এরআগে, মার্চে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও এপ্রিলে ভারতের সেনা প্রধান ঢাকা সফর করেন। জয়শংকর ঢাকায় এসে বঙ্গোপসাগর কেন্দ্রিক সংযুক্তির অর্থাৎ ওই সাগর সন্নিবেশিত ৯টি দেশে চীনের উপস্থিতি কমানোর প্রতি ইঙ্গিত করেছিলেন।

 

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হচ্ছে
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করলেন সুইডেনের প্রিন্সেস
এক‌দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
এক‌দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার