X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রেলপথে ভারত থেকে আসলো দেড়হাজার টন পেঁয়াজ

হিলি প্রতিনিধি
১১ মে ২০২১, ১৬:০২আপডেট : ১১ মে ২০২১, ১৬:০২

ঈদে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে এক হাজার ৬০৮ টন পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। তবে পেঁয়াজ আমদানির জন্য আইপি না থাকায় ও নতুন করে আইপির অনুমোদন বন্ধ থাকায় স্থলবন্দরের সড়ক পথ দিয়ে গত ২৯ এপ্রিল থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে ৪২টি ওয়াগন নিয়ে পেঁয়াজবাহী মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। হিলির রাইহান ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। রেলপথ দিয়ে আসা এই পেঁয়াজ নাসিক জাতের।

ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজ আমদানির জন্য আইপি শেষ হয়ে যাওয়ায় ও নতুন করে আমদানির অনুমোদন না থাকায় ২৯ এপ্রিল থেকে স্থলপথে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তবে ঈদে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ও দাম সহনীয় রাখতে রেলপথে পেঁয়াজ আমদানি করা হয়েছে। রেলপথে আনার আইপি থাকায় ৪২টি ওয়াগনে সর্বমোট এক হাজার ৬০৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে রহনপুর থেকে ভারত থেকে পেঁয়াজবাহী মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে আসে। এতে ভাড়া বাবদ সরকারের আয় হয়েছে ১১ লাখ ৯২ হাজার টাকা। পেঁয়াজ খালাস কার্যক্রম চলছে, খালাস শেষে ট্রেনটি পুনরায় বিরল বা দর্শনায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজের যেসব আইপি ইস্যু ছিল, তা গত ২৯ এপ্রিল মেয়াদ শেষ হয়ে গেছে। এর পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। নতুন করে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনও পেঁয়াজের আইপি ইস্যু হয়নি। তবে হিলি স্থলবন্দরের একজন আমদানিকারকের রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানির জন্য আইপি ছিল, যেটির মেয়াদ ৮ জুন পর্যন্ত রয়েছে। তার মাধ্যমে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া