X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

রেলপথে ভারত থেকে আসলো দেড়হাজার টন পেঁয়াজ

হিলি প্রতিনিধি
১১ মে ২০২১, ১৬:০২আপডেট : ১১ মে ২০২১, ১৬:০২

ঈদে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে এক হাজার ৬০৮ টন পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। তবে পেঁয়াজ আমদানির জন্য আইপি না থাকায় ও নতুন করে আইপির অনুমোদন বন্ধ থাকায় স্থলবন্দরের সড়ক পথ দিয়ে গত ২৯ এপ্রিল থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে ৪২টি ওয়াগন নিয়ে পেঁয়াজবাহী মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। হিলির রাইহান ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। রেলপথ দিয়ে আসা এই পেঁয়াজ নাসিক জাতের।

ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজ আমদানির জন্য আইপি শেষ হয়ে যাওয়ায় ও নতুন করে আমদানির অনুমোদন না থাকায় ২৯ এপ্রিল থেকে স্থলপথে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তবে ঈদে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ও দাম সহনীয় রাখতে রেলপথে পেঁয়াজ আমদানি করা হয়েছে। রেলপথে আনার আইপি থাকায় ৪২টি ওয়াগনে সর্বমোট এক হাজার ৬০৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে রহনপুর থেকে ভারত থেকে পেঁয়াজবাহী মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে আসে। এতে ভাড়া বাবদ সরকারের আয় হয়েছে ১১ লাখ ৯২ হাজার টাকা। পেঁয়াজ খালাস কার্যক্রম চলছে, খালাস শেষে ট্রেনটি পুনরায় বিরল বা দর্শনায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজের যেসব আইপি ইস্যু ছিল, তা গত ২৯ এপ্রিল মেয়াদ শেষ হয়ে গেছে। এর পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। নতুন করে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনও পেঁয়াজের আইপি ইস্যু হয়নি। তবে হিলি স্থলবন্দরের একজন আমদানিকারকের রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানির জন্য আইপি ছিল, যেটির মেয়াদ ৮ জুন পর্যন্ত রয়েছে। তার মাধ্যমে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল