X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঈদের আগে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৬:৫৭আপডেট : ১১ মে ২০২১, ১৬:৫৭

ঈদের বাকি আছে আর মাত্র দুয়েক দিন। আর ঈদের আগে ব্যাংক খোলা থাকবে মাত্র একদিন। এই সময়ের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানে কর্মীদের বেতন-বোনাস দিতে হবে। কেনাকাটা করার জন্য সাধারণ গ্রাহকদের হাতে সময় আছে মাত্র একদিন।

এ কারণে ঈদের আগে ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক পড়েছে। টাকা উত্তোলনের চাপে গ্রাহকসেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার (১১ মে) রাজধানীর মতিঝিল, দিলকুশাসহ বিভিন্ন এলাকার ব্যাংকে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে অন্য যেকোনও সময়ের চেয়ে ব্যাংকে গ্রাহকদের চাপ বেড়ে গেছে। সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোতে ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়। পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিট, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছে।

রাজধানীর মতিঝিল এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক সিনিয়র অফিসার নাম প্রকাশ না করে বলেন, সকাল থেকেই গ্রাহকদের চাপ ছিল চোখে পড়ার মতো। বেলা ২টা পর্যন্ত ছিল চাপ। বেসরকারি এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন  জানান, গ্রাহকের অনেক চাপ ছিল আজ। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান টাকা তুলে স্টাফদের বেতন বোনাস দেবে। করপোরেট গ্রাহকরা আজই টাকা উঠাচ্ছে।

মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আজ সকাল থেকেই গ্রাহকের অনেক ভিড়। চাপ সামলাতে কর্মীরা হিমশিম খাচ্ছেন।’ তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। টাকা জমার দেওয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। তবে কোনও তারল্য সংকট নেই।’

এদিকে করোনা মহামারির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হচ্ছে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।   আগামীকাল (বুধবার) শেষ কার্যদিবস। তবে ঈদ শুক্রবার হলে শিল্প এলাকায় বৃহস্পতিবারও (১৩ মে ) ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত ৬ মে এক নির্দেশনায় জানিয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১৩ মে (১৪ মে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!