X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ঈদের আগে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৬:৫৭আপডেট : ১১ মে ২০২১, ১৬:৫৭

ঈদের বাকি আছে আর মাত্র দুয়েক দিন। আর ঈদের আগে ব্যাংক খোলা থাকবে মাত্র একদিন। এই সময়ের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানে কর্মীদের বেতন-বোনাস দিতে হবে। কেনাকাটা করার জন্য সাধারণ গ্রাহকদের হাতে সময় আছে মাত্র একদিন।

এ কারণে ঈদের আগে ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক পড়েছে। টাকা উত্তোলনের চাপে গ্রাহকসেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। মঙ্গলবার (১১ মে) রাজধানীর মতিঝিল, দিলকুশাসহ বিভিন্ন এলাকার ব্যাংকে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে অন্য যেকোনও সময়ের চেয়ে ব্যাংকে গ্রাহকদের চাপ বেড়ে গেছে। সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোতে ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়। পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিট, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছে।

রাজধানীর মতিঝিল এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক সিনিয়র অফিসার নাম প্রকাশ না করে বলেন, সকাল থেকেই গ্রাহকদের চাপ ছিল চোখে পড়ার মতো। বেলা ২টা পর্যন্ত ছিল চাপ। বেসরকারি এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন  জানান, গ্রাহকের অনেক চাপ ছিল আজ। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান টাকা তুলে স্টাফদের বেতন বোনাস দেবে। করপোরেট গ্রাহকরা আজই টাকা উঠাচ্ছে।

মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আজ সকাল থেকেই গ্রাহকের অনেক ভিড়। চাপ সামলাতে কর্মীরা হিমশিম খাচ্ছেন।’ তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। টাকা জমার দেওয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। তবে কোনও তারল্য সংকট নেই।’

এদিকে করোনা মহামারির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হচ্ছে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।   আগামীকাল (বুধবার) শেষ কার্যদিবস। তবে ঈদ শুক্রবার হলে শিল্প এলাকায় বৃহস্পতিবারও (১৩ মে ) ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত ৬ মে এক নির্দেশনায় জানিয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১৩ মে (১৪ মে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে
বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা
জালিয়াতির অভিযোগে নগদের বিরুদ্ধে কঠোর বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল