X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ইলিশ সব গেলো কোথায়?

শফিকুল ইসলাম
১২ মে ২০২১, ০৯:০০আপডেট : ১২ মে ২০২১, ০৯:০০

চাহিদা ব্যাপক। কিন্তু বাজারে নেই। নদীতে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। মুখ কালো করে জাল নিয়ে পাড়ে ফিরছেন জেলেরা। নদীতে পানি কম। স্রোতও নেই। গরম পড়ায় ইলিশের ঝাঁক উজানের দিকে আসছে না। তাই ধরাও পড়ছে না। এমনটাই জানিয়েছেন পিরোজপুর ও চাঁদপুরের জেলেরা।

তবে ভোলা ও বরগুনার জেলেরা জানিয়েছেন, বছরের এই সময় যদি বৃষ্টি না হলে নদীতে পানি কম থাকে। এ সময় ইলিশের ঝাঁক সাগরেই ঘোরাফেরা করে। বৈশাখ-জৈষ্ঠ্য মাসে বৃষ্টি না হলে নদীতে ইলিশের আনাগোনা কমে যাওয়াটা স্বাভাবিক ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈশাখের শেষ সময়ে বঙ্গোপসাগরসহ উপকূলীয় নদ-নদীতেও ইলিশের দেখা মিলছে না। সারাদিনে যা ওঠে তা দিয়ে সংসার বা মহাজন কাউকেই খুশি রাখা সম্ভব নয় বলে জানান জেলেরা।

জেলেরা জানিয়েছেন, মা ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সাগরের মোহনা এবং ইলিশ চলাচলকারী নদ-নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা ছিল। ৩০ এপ্রিল শুক্রবার মধ্যরাতের পর থেকে আবার মাছ শিকারে নামার অনুমতি পান জেলেরা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞার আওতায় ছিল বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর ইলিশ অভয়াশ্রম ও সংশ্লিষ্ট নদী।

কাওরানবাজারের ব্যবসায়ী সিরাজ মিয়া জানিয়েছেন, বাজারে ইলিশের চাহিদা আছে। কাস্টমার বড় ইলিশ খোঁজে। দিতে পারি না। মোকাম থেকেই ইলিশ আসছে না। ভোলা, পটুয়াখালী, মহিপুর, পিরোজপুর বরগুনা থেকে ইলিশ না এলে কাওরানবাজারে কী করে আসবে?

জানতে চাইলে বরগুনার জেলে ফোরকান মিয়া জানিয়েছেন, ইলিশের ঝাঁক সাগর থেকে নদীতে আসছে না। পিরোজপুরের জেলে মোকলেছ জানিয়েছেন, নদীতে পানি কম। এ কারণে ইলিশ নাই। বৃষ্টি হলেই পাওয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে খুলনার উপপরিচালক (মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রক) মোহম্মদ মজিনুর রহমান জানিয়েছেন, বড় ইলিশ পেতে হলে ছোট ইলিশকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। খুলনা, রাজবাড়ী, চাঁদপুর, এমনকি বরিশলেও টন টন জাটকা ধরা হচ্ছে। এমন অবস্থা হলে বড় ইলিশ আসবে না। অবশ্যই জাটকা নিধন বন্ধ করতে হবে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ইলিশ সংরক্ষণে সরকার ব্যাপক কর্মসূচি নিয়েছে। আশা করছি এ সিজনে পাঁচ লাখ টনের বেশি ইলিশ পাওয়া যাবে। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করেছি। তালিকাভুক্ত জেলেদের ভিজিএফএর আওতায় খাদ্য সহায়তা দিয়েছি। আশা করছি, জেলেদের মুখে এবছর হাসি ফুটবে। এখন ধরা না পড়লেও মৌসুমে ঠিকই বড় ইলিশ ধরা পড়বে।’

 

/এফএ/
সম্পর্কিত
১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ
লেকে পাওয়া গেছে ৬০০ গ্রাম ওজনের ইলিশ
লঞ্চে ঢাকায় নেওয়া হচ্ছিল ২ হাজার কেজি জাটকা
সর্বশেষ খবর
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই