X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

তুরস্ক থেকে সরিয়ে নেওয়া হলো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২১, ১৮:১৩আপডেট : ১৩ মে ২০২১, ১৮:১৬

চ্যাম্পিয়নস লিগের দুই ফাইনালিস্ট ঠিক হয়ে গেছে। শিরোপা লড়াইয়ের ভেন্যু ঠিক করা ছিল আরও আগেই। তুরস্কে হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার ফাইনাল। কিন্তু উয়েফা সেখান থেকে ফাইনাল সরিয়ে নিলো। ২৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে পর্তুগালে।

করোনাভাইরাস বিধিনিষেধের কারণে ইউরোপসেরা প্র্রতিযোগিতার ফাইনালের ভেন্যু পাল্টে ফেলেছে উয়েফা। করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন পর গ্যালারিতে দর্শক ফেরাতেই ভেন্যু পাল্টেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। উয়েফা জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন ১২ হাজার দর্শক।

দারুণ এক ফাইনালের প্রত্যাশা। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। দুটি দলই ইংল্যান্ডের। করোনাভাইরাস সতর্কতায় তুরস্ককে ‘রেড’ জোনে রেখেছে ইংল্যান্ড। তবে পর্তুগাল আছে তাদের ‘গ্রিন’ লিস্টে। তাই পর্তুগালে ফাইনাল হলে ম্যানসিটি কিংবা চেলসি সমর্থকদের কোয়ারেন্টিনের প্রয়োজন পড়বে না। ইংলিশ দুই ক্লাবের ৬ হাজার করে দর্শক থাকবেন ফাইনালে।

নতুন ঘোষণায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পর্তুগিজ শহর পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও। আগের নির্ধারিত ভেন্যু ছিল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম।

‘অল ইংলিশ’ ফাইনাল হওয়ায় ওয়েম্বলিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল উয়েফা। এ ব্যাপারে তারা ‍যুক্তরাজ্য সরকার ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে সঙ্গে আলোচনাতেও বসেছিল। কিন্তু স্পন্সর, ভিআইপি ও ব্রডকাস্টারদের কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। ফলে পর্তুগিজ শহর পোর্তোকে বেছে নিয়েছে উয়েফা।

এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে যাচ্ছে পর্তুগালে। গত বছর নকআউট ও ফাইনাল হয়েছিল ইউরোপিয়ান দেশটির রাজধানী লিসবনে। সেখানে প্যারিস সেন্ত জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি