X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বেনাপোল দিয়ে ভারতফেরত যাত্রী কমেছে

বেনাপোল প্রতিনিধি
১৪ মে ২০২১, ২১:৩৮আপডেট : ১৪ মে ২০২১, ২১:৩৮

সরকারের নিষেধাজ্ঞার পর ভারত ফেরত যাত্রীদের যে চাপ ছিল বেনাপোল স্থলবন্দরে তা মোটামুটি কমে গেছে। এই বন্দর দিয়ে গত চার দিনে দেশে ফিরেছেন মাত্র ১২৩ জন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রাও মোটামুটি দেশে ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঈদের দিন শুক্রবার (১৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

তিনি জানান, বেনাপোল বন্দর দিয়ে গত ১০ মে থেকে শুক্রবার (১৪ মে) বিকাল ৩টা পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন ১২৩ জন পাসপোর্টধারী যাত্রী। আর গত ১৯ দিনে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে একই চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন ২ হাজার ৮০৩ জন পাসপোর্টধারী যাত্রী। সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাসহ কোয়ারেন্টিনে পাঠানো হয়। আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১২ জন। অপরদিকে, বাংলাদেশে আটকা পড়াদের মধ্যে ২৮০ জন পাসপোর্ট যাত্রী ভারতে ফিরে গেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব আরও জানান, ভারত থেকে আসা এসব পাসপোর্টধারী যাত্রীদের বেনাপোল, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও কুষ্টিয়ার বিভিন্ন হোটেল, এবং ঝিকরগাছা গাজীর দরগা এতিমখানার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের অফিসার ডা. আশরাফুজ্জামান জানান, করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার দুই দফায় ২৮ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যারা ভারতে আটকা পড়েছেন শুধুমাত্র তারাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে দেশে ফিরছেন। এদের বিভিন্ন হোটেলে সরকারি ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে প্রথম দফায় দুই সপ্তাহ ও পরে আরও দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

/টিএন/
সম্পর্কিত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
ভারত থেকে জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি
তামাবিল ইমিগ্রেশন দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে