X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাল আসছে শ্রীলঙ্কা দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২১, ১৮:২১আপডেট : ১৫ মে ২০২১, ১৮:২১

আসার সময়, ম্যাচের সূচি সব চূড়ান্তই ছিল। তারপরও শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছিল করোনাভাইরাসের নতুন ঢেউয়ে। তবে নির্ধারিত সূচিতেই হচ্ছে সব। সূচি অনুযায়ী, আগামীকাল (রবিবার) সকালে বাংলাদেশে আসছে লঙ্কানরা।

তিন ওয়ানডে খেলতে ১৮ সদস্যের দল নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, রবিবার সকাল পৌনে ৯টায় ঢাকায় পৌঁছাবে কুশল পেরেরারা। বাংলাদেশ সিরিজেই শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছেন এই ব্যাটসম্যান। তারুণ্যনির্ভর দল নিয়ে ২০২৩ বিশ্বকাপের ‘প্রস্তুতি’ও শুরু হচ্ছে তাদের বাংলাদেশ বিপক্ষে সিরিজ দিয়েই।

ঢাকায় নেমে তিন দিনের রুম কোয়ারেন্টিনে চলে যাবে শ্রীলঙ্কা দল। ১৯ মে থেকে মিলবে অনুশীলনের সুযোগ। দুই দিনের অনুশীলন শেষে ২১ মে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। আর ২৩ মে নামবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে লড়াইয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ মে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি ম্যাচই দিবারাত্রির।

এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আছেন ঈদের ছুটিতে। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে তাই চলছে বিরতি। ছুটি শেষে ১৮ মে থেকে শুরু হবে তামিম ইকবালদের প্রস্তুতি। ঈদের আগের প্রস্তুতিতে ছিলেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ফিরে তারা এখনও ১৪ দিনের কোয়ারেন্টিনে। তবে দ্বিতীয় ধাপের প্রস্তুতিতে তারা দলের সঙ্গে যোগ দেবেন। ফলে পুরো দলকেই পাবেন কোচ রাসেল ডমিঙ্গো।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকবেলা, অশেন বান্দারা, দাসুন শানাকা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, লাকশান সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, অজিথা ফার্নান্ডো, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো, দুষ্মন্থ চামিরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি:

২৩ মে (রবিবার): প্রথম ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম

২৫ মে (মঙ্গলবার): দ্বিতীয় ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম

২৮ মে (শুক্রবার): তৃতীয় ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম

*সব ম্যাচ দিবারাত্রি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া