X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইব্রাহিম রাইসি

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২১, ২৩:৩০আপডেট : ১৫ মে ২০২১, ২৩:৩০
image

ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিবন্ধন করেছেন দেশটির বিচার বিভাগের কট্টরপন্থী প্রধান ইব্রাহিম রাইসি। এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তার নাম শোনা গেছে। তখন অনেকেই ভেবেছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হয়তো যাবেন না। তবে শনিবার প্রেসিডেন্ট পদে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৮৮ সালে ইরানের শত শত কারাবন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক প্যানেলের সদস্য হিসেবে কট্টরপন্থী ইব্রাহিম রাইসির নাম শোনা গেছে। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে সেসময় বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে হেরে যান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ ইব্রাহিম রাইসি। টেলিভিশনে প্রচারিত দুর্নীতিবিরোধী প্রচারের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। নির্বাচনে অন্যতম জনপ্রিয় প্রার্থী হয়ে উঠতে পারেন।

নিবন্ধনের আগে এক বিবৃতিতে ইব্রাহিম রাইসি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ‘দারিদ্র এবং দুর্নীতি, নিপীড়ন এবং বৈষম্যের’ বিরুদ্ধে লড়াই করবেন। ‘তার মেয়াদ হবে ক্ষমতাধর ইরানের জনপ্রিয় প্রশাসন,‘ প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্পের দায়ের করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংগ্রামরত অপেক্ষাকৃত মডারেট রুহানি প্রশাসনের সমালোচক রাইসি। মেয়াদ সীমাবদ্ধতার কারণে আগামী লড়তে পারছেন না রুহানি।  

প্রচারণার সময়ে সাংবাদিকদের সামনে কঠোর বক্তব্য রেখেছেন কালো পাগড়ি পরিহিত রাইসি। প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ১৮ জুনের ভোটে নির্বাচিত হলে দুর্নীতির অবসান হবে। তবে ১৯৮৮ সালে ইরাক যুদ্ধের পর ব্যাপক সংখ্যক বন্দিদের মৃত্যুদণ্ডের ঘটনায় জড়িত রাইসিকে নিয়ে ভিন্নমত পোষণ করেন অ্যাক্টিভিস্টরা। প্রকাশ্যে কখনওই মৃত্যুদণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেননি রাইসি। রুহানির কাছে হেরে গেলেও তিনি এক কোটি ৬০ লাখ ভোট পান। ২০১৯ সালে তাকে বিচারবিভাগের প্রধান নিয়োগ করেন আয়াতুল্লাহ খোমেনি। তাতে ইঙ্গিত মিলেছিলো রাইসির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আশা ছাড়েননি খোমেনি।

২০১৬ সালে রাইসিকে ইমাম রেজা দাতব্য ফাউন্ডেশন পরিচালনায় নিয়োগ দেন খোমেনি। ফাউন্ডেশনটি ইরানের ব্যবসা এবং দাতব্যের বিপুল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের ধারণা রাইকে সম্ভাব্য সর্বোচ্চ নেতার প্রার্থী হিসেবে গড়ে তুলেছেন খোমেনি। এক্ষেত্রে তিনিই হবেন দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।  যার কথা রাষ্ট্রীয় সব বিষয়েই চূড়ান্ত আর দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ