X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সাইক্লোন ‘তকতের’ প্রভাব পড়বে বাংলাদেশে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ২০:২০আপডেট : ১৬ মে ২০২১, ২১:৩৫

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তকতে’ এগিয়ে চলেছে ভারতের গুজরাট উপকূলের দিকে। ঝড়ের তাণ্ডবে কর্ণাটক ও কেরালায় ৬ জনের মৃত্যু হয়েছে। এখন এটি গুজরাট উপকূলের দিকে এগুচ্ছে। তবে বাংলাদেশে এর কোনও প্রভাব পড়বে না।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঝড়টি হচ্ছে বাংলাদেশের ভারতীয় সীমানার একেবারেই উল্টোদিকে। এর প্রভাব কোনোভাবেই বাংলাদেশের ওপর পড়বে না। তবে আমাদের আবহাওয়া অনুযায়ী দেশের কোথাও কোথাও এমনিতেই ঝড়বৃষ্টি হচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে। তাছাড়া যেসব এলাকায় তাপপ্রবাহ বইছে সেখানে তা অব্যাহত থাকতে পারে।

সাইক্লোন ‘তকতের’ প্রভাব পড়বে বাংলাদেশে?

ভারতের আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় তকতে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সোমবার (১৭ মে) সকালে গুজরাটের পোরবন্দর ও নালিয়ার মধ্যবর্তী কোনও উপকূলে আছড়ে পড়তে পারে। ঝড়ের দাপটে রবিবার বিকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে মুম্বাই ও আশপাশের এলাকাগুলোতে। ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মহারাষ্ট্রসহ পার্বত্য এলাকাগুলোতে। রবি ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে মহারাষ্ট্রের কোলহাপুর ও সাতারায়। এছাড়াও তুমুল বৃষ্টি হতে পারে গুজরাটের জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে।

তবে তবে এসবের কোনও প্রভাব পড়বে না বাংলাদেশে। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৫০ মিলিমিটার। এছাড়া নিকলিতে ২৮, কুমিল্লা ও চাঁদপুরে ২২, শ্রীমঙ্গলে ২১, চট্টগ্রাম ও ফরিদপুরে ১৩, মাদারীপুরে ১১, সন্দ্বীপে ৪, টাঙ্গাইলে ৩, ফেনীতে ২, মাইজদীকোর্টে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে আজ কোনও বৃষ্টি হয়নি।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় আতঙ্কে নোয়াখালী উপকূলের মানুষ, অধিকাংশ চরে নেই বাঁধ
বঙ্গোপসাগর উত্তাল, পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
আজ ২৯ এপ্রিলসেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতি আজও তাড়া করে উপকূলের বাসিন্দাদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে