X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ১৭:১৩আপডেট : ২০ মে ২০২১, ১৯:৩১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, দেশটির কাছে থাকা ৮ কোটি ডোজ করোনা ভ্যাকসিন বিভিন্ন দেশকে দেওয়া হবে। এই ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে ভারতকে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে যুক্তরাষ্ট্রেই। তবে বাইডেনের বৈশ্বিক মহামারি মোকাবিলা টিমের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত অগ্রাধিকার পেলেও কোন কোন দেশে ভ্যাকসিন পাঠানো হবে সে সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈশ্বিক কোভিড-১৯ মোকাবিলা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমন্বয়কারী গেইল স্মিথ জানান, প্রেসিডেন্ট বাইডেনের এই সপ্তাহের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মহামারি মোকাবিলার পদক্ষেপ শুরু হয়েছে।

গেইল স্মিথ জানান, যুক্তরাষ্ট্রের নিজের মজুত থেকে ২ কোটি ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ, সব মিলিয়ে ৮ কোটি ভ্যাকসিন বিশ্বের কাছে হস্তান্তর করা হবে।

ভারতের জন্য মার্কিন পরিকল্পনা ও ডোজের সংখ্যার বিষয়ে জানতে চাইলে এই মার্কিন কর্মকর্তা বলেন, প্রত্যেকটি দেশের জন্য বরাদ্দ ডোজের সংখ্যা আমি বলতে পারছি না। ভারতে সংক্রমণের কথা বিবেচনায় নিলে দেশটি আমাদের কাছে বড় ধরনের অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, সর্বত্রই ভ্যাকসিন সরবরাহে বিঘ্ন ঘটার কারণে আমরা সব অঞ্চলের খোঁজ নিচ্ছি। আমরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। প্রয়োজনীয়তার ভিত্তিতে এবং গুরুত্বপূর্ণ অংশীদার ও কোভ্যাক্সের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গেইল স্মিথ জানান, ভ্যাকসিন বরাদ্দের বিষয়ে কোভ্যাক্স বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে এবং তাদের সরবরাহ বাড়ানোর বিষয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে।

মার্কিন এই কর্মকর্তা আরও জানান, ভ্যাকসিন বিতরণের সময়সীমা নির্ভর করছে মজুতের ওপর। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ বিতরণ করতে মার্কিন ওষুধ প্রশাসনের অনুমতিও লাগবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ