X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মৌমাছির সঙ্গে জোলির ১৮ মিনিট!

বিনোদন ডেস্ক
২২ মে ২০২১, ১৩:৪৭আপডেট : ২২ মে ২০২১, ১৩:৪৭

সিনেমার খাতিরে অনেক স্টান্ট দৃশ্য করেছেন নিজেই। ৪৫-এ এসেও দুঃসাহসে ভাটা পড়েনি গেলো প্রজন্মের হার্টথ্রুব অ্যাঞ্জেলিনা জোলির।

এবার একগাদা মৌমাছির মাঝে ডুব দিয়েছিলেন কেবল একটি ছবি তুলবেন বলে! না, মধু কিংবা কোনও পণ্যের বিজ্ঞাপণ নয়, মৌমাছিদের জন্যই বিশাল ঝুঁকি নিয়েছেন এই সমাজকর্মী-কাম-তারকা।

ছবিটা ছাপা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে। মৌমাছির সংরক্ষণ নিয়ে সচেনতনতা ছড়ানোই উদ্দেশে জোলির এই অভিনব উদ্যোগ।

ইউনেস্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অবশ্য আরও একটি লক্ষ্য নিয়ে। সেটাও মৌমাছি ঘিরে। ২০২৫ সাল নাগাদ তৈরি করা হবে আড়াই হাজার প্রাকৃতিক মৌচাক এবং সেই সূত্রে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা হবে সাড়ে ১২ কোটি মৌমাছির। আর সেগুলোর পেছনে কাজ করবেন ৫০ জন নারী মৌয়াল।

ছবি তোলার পেছনের গল্পটা সম্প্রতি জানা গেলো আলোকচিত্রী ড্যান উইন্টার্স-এর কাছ থেকে। বার্তাসংস্থা এপিকে জানালেন, শরীরে মৌমাছি নিয়ে তাকে (জোলি) প্রায় ১৮ মিনিট থাকতে হয়েছিল। ইউনিটে মোট ১৮ জন ছিল। প্রত্যেকের পরনে ছিল নিরাপত্তা পোশাক। তবে জোলির পরনে অফ হোয়াইট একটা পোশাক ছাড়া আর কিছুই ছিল না। এরপর পুরো ইউনিটের বদ্ধ পরিবেশে ছেড়ে দেওয়া হলো কয়েক শ’ মৌমাছি। সেগুলোরই কয়েকটি গিয়ে বসলো জোলির কাঁধ ও গলার দিকে।

আড়ালের কারিগরিটা হলো ফেরোমোন নামের একটি পোকামাকড় নিঃসৃত রাসায়নিক। ছবি তোলার আগে আলোকচিত্রী ওই ফেরোমোন স্প্রে করে দিয়েছিলেন জোলির শরীরের বিশেষ অংশে (যেখানে মৌমাছিগুলোকে বসাতে চেয়েছিলেন)। মৌমাছি যতক্ষণ না জায়গামতো বসছে, ততোক্ষণ শাটারও চাপতে পারছিলেন না ড্যান। আর এতেই কেটে যায় শ্বাসরুদ্ধকর ১৮ মিনিট। এর মাঝে একটি মৌমাছিও অবশ্য হুল ফোটানোর সাহস করেনি জোলির শরীরে।

ইউনেস্কোর গেরিলা অন আ উইম্যান ফর বিজ নামের উদ্যোগে কর্মরত জোলি জানালেন, ‘সারা দুনিয়ায় দুশ্চিন্তা করার মতো এতো বড় একটা ইস্যু থাকতে (বিশেষ করে মৌমাছি ও প্রকৃতি), যা কিনা আমরা চাইলেই ঠিক করতে পারি, সেখানে আমাদের প্রত্যেকের নিজেদের কাজটা করা উচিত।’

সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাঞ্জেলিনা জোলির ‘দোস হু উইশ মি ডেড’। মারভেল-এর ‘ইটারনালস’-এও দেখা যাবে তাকে।

/এফএ/এমএম/
সম্পর্কিত
আবার গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
আবার গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
ব্র্যাড-জোলির সন্তানরা কেন সিনেমায় আসতে আগ্রহী নন?    
ব্র্যাড-জোলির সন্তানরা কেন সিনেমায় আসতে আগ্রহী নন?    
প্রথম দেখায় কী কথা হয়েছিলো জোলি ও জেনিফারের
প্রথম দেখায় কী কথা হয়েছিলো জোলি ও জেনিফারের
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার