X
সোমবার, ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১

ব্র্যাড-জোলির সন্তানরা কেন সিনেমায় আসতে আগ্রহী নন?    

বিনোদন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪২

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট তাদের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে, তাদের সন্তানদের সিনেমা ইন্ডাস্ট্রি বা সিনেমায় অভিনয় করা নিয়ে কোনও আগ্রহ নেই। এই তথ্য জানিয়েছেন স্বয়ং জোলি।      

সম্প্রতি সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমি সবসময় চাইতাম আবার সন্তানরা সিনেমায় আসুক বা এখানে কাজ করুক। কারণ আমি চাইতাম তারা জানুক যে, এটি একটি চমৎকার পরিবারের  অংশ। সৃজনশীল হতে, শিল্পী হতে এখানে কাজ করা উচিত। কিন্তু তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী নয়।’ সন্তানদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি এই অভিনেত্রী আরও বলেন, ‘তারা সত্যিই কোনও সেলিব্রিটির অংশ হতে পছন্দ করেন না।  বিশেষকরে শিলো এটা ঘৃণা করে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি এটা তারা অনেক ভেবেচিন্তে করে না। এই ভাবনা মোটেই স্বাভাবিক নয়। আমার মনে হয় তারা বোকামি করছে।’

তবে জোলি উল্লেখ করেন, সিনেমা ইন্ডাস্ট্রি পছন্দ না করলেও তারা বিভিন্ন সময়ে তার সঙ্গে সিনেমার সেটে গেছে, সময় কাটিয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, তারা আমার সঙ্গে সেটে গেছেন। সেখানে  কেউ নাচতেন, কেউ ছবি আঁকতেন, কেউ থিয়েটার ভালোবাসতেন, কিন্তু তাদের কেউই পর্দায় আসতে আগ্রহী নন।’ সন্তানদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি

তার দুই ছেলে ম্যাডক্স এবং প্যাক্স, ‘মারিয়া’ সিনেমায় পর্দার পেছনে কিছু সহকারী পরিচালকের কাজ করেছিলেন।

জোলি বলেন, একজন মা হিসেবে তিনি তার সন্তানদের "জায়গা" দিতে চান যাতে তারা বুঝতে পারে যে তারা তাদের জীবনে কী করতে চায়। সন্তানদের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি

অভিনেত্রীর মতে, তিনি তার সন্তানদের যথেষ্ট সুযোগ করে দিয়েছেন। তবে কে, কী পেশা গ্রহণ করবেন সেটা তারাই সিদ্ধান্ত নেবেন। সন্তানদের কাছে যা আনন্দদায়ক ও খাঁটি কাজ মনে হবে সেই কাজটিই তারা করবে বলে আশা করেন জোলি।

উল্লেখ্য, জোলি ও পিট বিচ্ছেদের পর তাদের সন্তানদের যৌথ মালিকানায় বড় করছেন।     

সূত্র: পিপল ম্যাগাজিন

/সিবি/
সম্পর্কিত
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
প্রথম দেখায় কী কথা হয়েছিলো জোলি ও জেনিফারের
প্রথম দেখায় কী কথা হয়েছিলো জোলি ও জেনিফারের
অবশেষে বিচ্ছেদ!
অবশেষে বিচ্ছেদ!
৭ মাসের অনুশীলন, ৮ মিনিটের অভিবাদন
ভেনিস চলচ্চিত্র উৎসব৭ মাসের অনুশীলন, ৮ মিনিটের অভিবাদন
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দশক পর বিটিভিতে ফিরে নজির সৃষ্টি করলেন বেবী নাজনীন
দুই দশক পর বিটিভিতে ফিরে নজির সৃষ্টি করলেন বেবী নাজনীন
রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা
রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা
গাজায় শিশুহত্যা নিয়ে নাহিদের গান
গাজায় শিশুহত্যা নিয়ে নাহিদের গান
এবার একাই গাইবেন...
এবার একাই গাইবেন...
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!