X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্দোলনে নামছেন কর্মস্থলে ফিরতে চাওয়া মালয়েশিয়া প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৭:৫৩আপডেট : ২৮ মে ২০২১, ১৭:৫৩

দ্রুত কর্মস্থলে ফিরে যেতে গত বছর থেকেই  সরকারের সহযোগিতা চেয়েছিলেন ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা। এখনও পর্যন্ত কোনও সমাধান না পেয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১ জুন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন প্রবাসীরা।  শুক্রবার (২৮ মে) একাধিক মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তারা জানান, প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে আটকে আছেন ছুটিতে দেশে আসা মালয়েশিয়া প্রবাসীরা। কমপক্ষে ২৫ হাজার প্রবাসী দেশে আটকে আছেন। গত বছরের সেটেম্বর ও নভেম্বর মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও যোগযোগ করেন তারা। তবে কোনও সুফল না পেয়ে  এবার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

প্রবাসীরা জানান, ১ জুন  জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা নিজেদের দাবি তুলে ধরবেন।  তাদের দাবিগুলো হচ্ছে— প্রবাসী কর্মীদের পাসপোর্ট দেখে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া, মালয়েশিয়ায় দ্রুত ফিরতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি, সৌদি প্রবাসীদের মতো মালয়েশিয়ায় কোয়ারেন্টিনের খরচে সরকারের ভর্তুকি দেওয়া ইত্যাদি।

এ প্রসঙ্গে মানববন্ধনের অন্যতম আয়োজক ইসমাইল মোহাম্মদ বলেন, ‘আমরা আশায় আশায় অনেক দিন অপেক্ষা করেছি, কোনও সুফল পাইনি। আমরা চাই, সরকার যেন কূটনৈতিক উদ্যোগ নিয়ে আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে। অগ্রাধিকার দিয়ে যেন প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া হয়।  সৌদি আরব প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনের জন্য সরকার ভর্তুকি দেবে, এটি ভালো উদ্যোগ।  তবে সৌদি  আরব  শুধু নয়, সকল প্রবাসীর হোটেলে কোয়ারেন্টিনের ক্ষেত্রে একই ধরনের ভর্তুকির দাবি জানাবো আমরা।’

উল্লেখ্য, করোনা মহামারির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় ২০২০ সালের মার্চে। পরবর্তীতে জুলাই মাসে শর্ত সাপেক্ষে ট্রানজিট যাত্রী ও মালয়েশিয়ার রেসিডেন্স পারমিটধারী, পেশাজীবী, শিক্ষার্থীদেরকে সেদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে কিংবা দেশে ফেরার সুযোগ দেওয়া হয়নি।  পরবর্তীতে মালয়েশিয়ার দীর্ঘসূত্রতা ও কঠিন শর্তের কারণে অনেক প্রবাসী কাজে ফিরে যেতে পারেননি।

আরও খবর: কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা চান ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা

                 হতাশা বাড়ছে ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীদের

 
 

 

/সিএ/এপিএইচ/আপ-এমএএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত
শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়ার সঙ্গে বসতে চায় বাংলাদেশ
বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও দেশের সাফল্য তুলে ধরার আহ্বান
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা