X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
কর্মীদের জন্য তহবিল গঠনের প্রস্তাব

‘সালামের মতো ১০০ জন জীবন দিলেই সরকারের পতন হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৬:২৩আপডেট : ২৯ মে ২০২১, ১৬:২৩


গণসংহতি আন্দোলনের প্রয়াত নির্বাহী সমন্বয়ক আবদুস সালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এই সরকারকে ছুড়ে ফেলতে হবে, নতুন সুশাসনের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই কাজ। আবদুস সালাম আমাদের সুন্দর জীবন ও সুন্দর ভবিষ্যতের জন্য জীবন দিয়েছেন। আমরা যদি ১০০ জন লোক আবদুস সালামের মতো জীবন দিই, তাহলে এই সরকারের পতন হবে।’

শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের একটি মিলনায়তনে আয়োজিত এক সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

রাজনীতিক আবদুস সালামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে?’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে গণসংহতি আন্দোলন। এতে সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘মাত্র ১০০ জন, যারা এই ১০০ জন দেবেন, তাদের জন্য আমার প্রস্তাব হলো- আমরা সব রাজনৈতিক দল মিলে, একটি তহবিল গঠন করে তাদের পরিবারকে দেখাশোনা করবো।’

ছাত্র অধিকার পরিষদের গ্রেফতার নেতাকর্মীদের কথা উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ‘৫৪ জন ছাত্র এখনও জামিন পায়নি। তাদের পয়সা খরচ করতে হচ্ছে। এটা কেন তাদের করতে হবে, তারা তো আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য কারাগারে আছেন।’

তিনি বলেন, ‘আবদুস সালামকে উপলক্ষ করে আমার প্রস্তাব, আমরা এমন কোনও তহবিল করতে পারি কিনা, যারাই জীবন দেবে, তাদের পরিবারকে আমরা দেখাশোনা করবো। সব রাজনৈতিক দল মিলে এই ফ্যাসিস্ট সরকারের পতন করতে হবে।’

তিনি যুক্ত করেন, ‘সালামকে স্মরণ করতে হবে তার জন্য নয়, আমাদের জীবনের জন্য। সব রাজনৈতিক দলের কর্মীরা যারা আছেন, তাদের যেন আমরা স্মরণ করি।’

ছোট-ছোট দলে বিভক্তি না রেখে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা আর কত দিন ছোট ছোট দল করবো। আমরা অনেকদিন সময় কাটিয়েছি। চারটি সংগঠন বসে, আলোচনা করে। আর কত বসবেন, বসে-বসে কোমরে ব্যথা হয়ে গেছে। এবার একটা সিদ্ধান্তে আসেন। ঐক্যে ভুলভ্রান্তি থাকবে, তবে তা সংশোধন করবেন। জনগণ আপনাদের একসঙ্গে দেখতে চায়। তাদের সঙ্গে নিয়ে আমরা দেশের পরিবর্তন করবো।’

প্রসঙ্গত, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম ২০১৭ সালের ২৬ মে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

স্বাস্থ্যমন্ত্রীর বিচার দাবি

এদিকে অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মা মারা গেছেন শুক্রবার। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি, সঙ্গে-সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বিচার দাবি করছি। উনার বিভাগের পয়সা দিয়ে বিজ্ঞাপন করার অধিকার তাকে কে দিয়েছে। বিভাগের পয়সা দিয়ে বিজ্ঞাপন কেন?’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর এটা কী চোখে পড়ে নাই, এটা তো দুর্নীতির বড় প্রমাণ। আমাদের দুদক কী করছে, বিচারপতিরা কী করছেন। উনারা তো সুয়োমোটো করতে পারেন।’ তারা কার পয়সা দিয়ে এটা (বিজ্ঞাপন) করেছেন, প্রশ্ন রাখেন তিনি।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’