X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ০০:০০আপডেট : ০৪ জুন ২০২১, ০০:০৪

মিয়ানমারের জান্তা সরকারের ওপর  নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল্লে ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসকে এ কথা জানান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনৈতিকদের সঙ্গে আলোচনা শেষে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত অং সান সু চি সরকারকে উৎখাতের পর তৃতীয়বারের মতো দেশটির সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ।

বরোল্লে আরও জানান, তৃতীয় ধাপের নিষেধাজ্ঞার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি কার্যকর হবে। এবারের নিষেধাজ্ঞার আওতায় সামরিক সরকারের কর্মকর্তা এবং সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হবে।

সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারের ২১ সামরিক কর্মকর্তার সম্পত্তি জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারে বিনিয়োগ করা অনেক ইউরোপীয় প্রতিষ্ঠান দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছ নির্বাচনের তাগিদ দিয়েছেন ইউরোপের পররাষ্ট্রবিষয়ক প্রধান।

মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আসিয়ান সমালোচনার মুখে থাকলেও বোরেল্লে বলেছেন, জোটটি সম্ভাব্য ভালো কাজ করছে এবং এই লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগে তাদের নেতৃত্ব দেওয়া উচিত।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের শাসন নিজের হাতে নিয়ে নেয় টাটমাদাও বা বার্মিজ সেনা। স্টেট কাউন্সিলর আং সান সু চি-সহ আটক করা হয় নির্বাচিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। পাল্টা অভিযান শুরু করেছে সেনাবাহিনী। দিনে দিনে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মিয়ানমার। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে কয়েকশ’ মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহী ইইউ
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে