X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

টেলিভিশনে হাজির করা হলো বেলারুশের সেই সাংবাদিককে

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ০৯:৩৬আপডেট : ০৪ জুন ২০২১, ০৯:৩৬
image

গত মাসে বিমান নামিয়ে আটক করা বেলারুশের সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়েছে। সেখানে এক সাক্ষাৎকারে সরকারবিরোধী বিক্ষোভ আয়োজনের কথা স্বীকার করেছেন তিনি। আর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর। প্রোতাসেভিচের পরিবারের দাবি চাপের মুখে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

গত ২৩ মে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেফতার করে বেলারুশ। ভিন্নমতালম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই ইউরোপের অভ্যন্তরীণ এই ফ্লাইটকে মিনস্কে নামতে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ বেলারুশ বিমান ছিনতাই করেছে। এরপরই ইউরোপের এয়ারলাইন্সগুলো বেলারুশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বেলারুশের এয়ারলাইন্সগুলোকে ইউরোপের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়।

গত বছর পর্যন্ত টেলিগ্রাম মেসেজিং অ্যাপে নেক্সটা চ্যানেলের এডিটর ছিলেন রোমান প্রোতাসেভিচ। গত বছর তাকে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়। গত বছরের ৯ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ দিনের শাসক আলেক্সান্দার লুকাশেঙ্কো আবারও জয় লাভ করলে বেলারুশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নির্বাচনে জালিয়াতির অভিযোগে শুরু হওয়া এই বিক্ষোভ দমনে নিপীড়ন শুরু হয়। বর্তমানে বিক্ষোভ কমে এসেছে আর বিরোধী নেতাদের কারাগার নয়তো নির্বাসনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয় আটক সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে। সেখানে তিনি দাবি করেন নিজের ইচ্ছাতেই সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন তিনি। স্বীকার করেন আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পতন ঘটানোর চেষ্টা করেছেন তিনি।

রোমান প্রোতাসেভিচ বলেন, তিনি প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ব্যাপক সমালোচনা করলেও এখন বুঝতে শুরু করেছেন যে তিনি ঠিক কাজটাই করেছেন আর তাকে শ্রদ্ধা করা শুরু করেছেন। সাক্ষাৎকারের শেষ দিকে তিনি কান্নায় ভেঙে পড়ে আশা প্রকাশ করেন একদিন তিনি বিয়ে করবেন আর সন্তান নেবেন।

সাক্ষাৎকার প্রচারের পর ওই সাংবাদিকের বাবা বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার ছেলেকে ভালো করেই জানি আর বিশ্বাস করি সে কখনওই এভাবে বলতে পারে না। তারা তাকে ভেঙে দিয়েছে আর যা প্রয়োজন তা বলাতে বাধ্য করেছে।’

/জেজে/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি