অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গত শুক্রবার (৪ জুন) রুবায়েত নামের পাঁচ বছরের এক শিশু গাজীপুর থেকে অপহৃত হয়। পরে শিশুটির স্বজনরা গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে তাকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়।
গাজীপুর সদর থানার ২৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের রহিম মিয়ার শিশুপুত্র রুবায়েত গত শুক্রবার (৪ জুন) তার ফুফু ৮ বছরের আঁখির সঙ্গে খেলাধুলা করছিলো। সকাল দশটার দিকে পূর্ব পরিচিত এবং রুবাইয়াতের দাদার বাড়ির সাবেক ভাড়াটিয়া বৃষ্টি আক্তার তাদের বাড়িতে আসে। রুবায়েতের দাদির সঙ্গে বসে গল্প করে। একপর্যায়ে সকাল সোয়া ১১টার দিকে বৃষ্টি রুবায়েত ও আঁখিকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে গাজীপুর সদরের তিন সড়কে নিয়ে যায়। সেখানে আইসক্রিম কিনে আঁখিকে বাড়িতে পাঠিয়ে দেয় বৃষ্টি। পরে রুবায়েতকে অজ্ঞাত স্থানে নিয়ে চলে যায়।
এই ব্যাপারে রুবায়েতের দাদা মো. গেন্দা মিয়া বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর থানা পুলিশের পৃথক কয়েকটি টিম পঞ্চগড় জেলা, ঢাকার উত্তরা এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোসা. রোকছানা আক্তার ওরফে নাসরিন ওরফে বৃষ্টি (৩৫) ও তার স্বামী আনিছুর রহমান ও মো. বেলায়েত হোসেন মন্নুকে গ্রেফতার ও শিশু রুবায়েতকে উদ্ধার করে।