X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শেয়ার বাজার নিয়ে সংসদে যা বললেন এমপিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ১৭:৪০আপডেট : ০৭ জুন ২০২১, ১৭:৪০

জাতীয় সংসদে সোমবার (৭ জুন) শেয়ার বাজার নিয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা। বিএনপির সংসদ সদস্যরা বলেছেন, শেয়ার বাজার শুয়ে পড়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এমনটি হয় বলে তাদের অভিযোগ। অপরদিকে জাতীয় পার্টির এমপি বলেন, বাংলাদেশের শেয়ার বাজার এখন উচু স্তরে রয়েছে। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে।

সোমবার সংসদে ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটের আর্থিক প্রতিষ্ঠান খাতের মঞ্জুরী দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে পুঁজিবাজারের প্রসঙ্গটি উঠে আসে।

ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় বিএনপির হারুনুর রশীদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই বেহাল। এই সরকার ক্ষমতায় আসার পর গত ৭/৮ বছরে শেয়ার বাজার একেবারে শুয়ে গেছে। আর্থিক প্রতিষ্ঠান… সত্য কথা বললে সরকারি দলের সদস্যরা বেজার হবেন। চিল্লাচিল্লি, চেঁচামিচি শুরু হবে। বাস্তবিক অর্থে বাংলাদেশের অর্থনীতি সব থেকে দুর্নীতিগ্রস্ত।

বিএনপির রুমিন ফারহানা বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেয়ার বাজার শুয়ে পড়ে। এটা যে কী একটা অদ্ভুত সম্পর্ক তা বুঝতে পারলাম না। যখন ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলো শেয়ার বাজার সাথে সাথে শুয়ে পড়লো। পরে যখন  ২০০৯ সালে তারা ক্ষমতায় এলো শেয়ার বাজারে আবারো একই অবস্থা। তৎকালীন অর্থমন্ত্রী বললেন, তিনি শেয়ার বাজার বুঝেন না। এটা ফটকা বাজার। যে সরকারের অর্থমন্ত্রী বলতে পারেন তিনি শেয়ার বাজার বুঝেন না। তার কী অর্থমন্ত্রীর পদে থাকার অধিকার থাকে কী না-সেটা বিরাট প্রশ্ন। অবশ্য তিনি ইতোমধ্যে সাবেক হয়ে গেছেন। তবে সেই অর্থমন্ত্রী স্পষ্ট কথা বলতেন, দলের বিপক্ষে গেলেও বলতেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, আমাদের আর্থিক খাতের কথা বলতে গেলে প্রথম বলতে হয় শেয়ার মার্কেটের কথা, আমি ৪২ বছর এই মার্কেটের সঙ্গে আছি। শেয়ার মার্কেট এই করোনা ভাইরাসের মধ্যেও সব থেকে উচু স্তরে আছে। পৃথিবীর সব দেশেই শেয়ার বাজারের উত্থান এবং পতন হয়। আমাদের এখানে প্রতিদিন শেয়ার বাজারের টার্নওভার তিন হাজার কোটি টাকা ছুঁই ছুঁই। গতকালও ২৭ শ কোটি টাকা টার্নওভার হয়েছে।  আমরা বাড়িতে থাকি, মার্কেটে যেতে পারি না। আমাদের মতো লোকেরা যদি মার্কেটে যেতে পারতো এই মার্কেটে আজকে ৫ হাজার কোটি টাকার লেনদেন হতো। এই কোভিডের মধ্যেও কিন্তু ৩ হাজার কোটি টাকার কাছে চলে গেছে। শেয়ার মার্কেট হচ্ছে একটি দেশের অর্থনীতির ব্যারোমিটার। এই ব্যারোমিটার কিন্তু ঠিক আছে। 

আইনে অপ্রদর্শিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ দেয়ার কারণেই শেয়ার বাজার আজ উচু স্তরে গেছে। এজন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। উনি জানেন কখন কোন আইনটি করতে হবে। এখন আমেরিকা থেকে টাকা ফেরত আসছে। কেন আসছে? কারণ তারা জানেন, এই দেশে যদি টাকা আনেন তাহলে হিসাব দিতে হবে না। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে অথবা কোনও সম্পদ কেনে তাহলে টেন পারসেন্ট দিয়ে এই টাকা লগ্নি করতে পারবেন। আমরা চাই আমাদের দেশের টাকা দেশে থাকুক। দেশের টাকা বিদেশে চলে যাবে আমরা কোনও সুযোগ দেবো না?

পুঁজিবাজারের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সংসদ সদস্যরা পুঁজিবাজারের দুরবস্থার কথা বলেছেন।  পুঁজিবাজার কেমন করে বসে গেল? পুঁজিবাজারে হয়তো লেনদেন নেই। পুঁজিবাজার সম্পর্কে তথ্য রাখেন না, হয়তো সেজন্য বলছেন। যদি ডাটা দেখি, যখন ক্ষমতায় আসি তখন পুঁজিবাজারে লেনদেন এক লাখ ৪ হাজার কোটি টাকা ছিলো। তা এখন পাঁচ গুণ বেড়ে ৫ লাখ তিন হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার দায়িত্বভার গ্রহণের সময় পুঁজিবাজারের গড় লেনদেন ছিলো দৈনিক ২৮ কোটি টাকা যা এখন ৩০ গুণ বেড়ে ৯১০ কোটি টাকা হয়েছে। তাহলে পুঁজিবাজার বসে গেল কেমন করে তা বুঝতে পারছি না।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
আসন্ন বাজেটে যুক্ত হবেন ২০ লাখের বেশি দরিদ্র মানুষ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক