X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে জোরালো হচ্ছে সশস্ত্র প্রতিরোধ

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২১, ১৮:২২আপডেট : ০৭ জুন ২০২১, ১৮:২৩

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের ডেমোসো টাউনশিপে সেনাবাহিনীর অবিরত বোমা বর্ষণের পর গ্রামের সব মানুষ জঙ্গল পালিয়েছেন। ২১ মে থেকে দেশটির সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের প্রতিরোধ গোষ্ঠী কারেন্নি পিপল’স ডিফেন্স ফোর্সের (কেপিডিএফ) মধ্যে টানা দশ দিনের সংঘর্ষে ডেমোসো, লইকাউ ও হপ্রুসো টাউনশিপের প্রায় ৮৫ হাজার থেকে ১ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছেন।

মার্চ মাসের শেষ দিকে যে কয়েকটি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠেছে সেগুলোর একটি হলো কেপিডিএফ। এছাড়া কয়েক দশক ধরে চলমান জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও সেনাবাহিনীর সংঘাতও মাথাচাড়া দিয়েছে। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রপন্থীরা রাজপথে আন্দোলনে নামলে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। গ্রেফতার হয়েছে প্রায় ছয় হাজার। এই পরিস্থিতি অনেককেই সশস্ত্র প্রতিরোধের দিকে ঠেলে দিয়েছে।

মিয়ানমারে জোরালো হচ্ছে সশস্ত্র প্রতিরোধ

কায়াহ রাজ্যের এক স্থানীয় সম্প্রদায়ের নেতা বলেন, যখন বার্মিজ বাহিনী নিরাপরাধ বেসামরিক নাগরিকদের তুলে নিচ্ছে, হত্যা করছে তখন মানুষের সামনে যেভাবে সম্ভব নিজেকে রক্ষা ছাড়া কোনও উপায় নেই। সেনাদের মতো তাদের আগ্নেয়াস্ত্র নেই। কিন্তু অশুভকে ঠেকাতে তাদের মনোবল ও দৃঢ়তা রয়েছে।

১৪ মার্চ সর্বশেষ নির্বাচনে বিজয়ী ও ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের গঠিত কমিটি সিআরপিএইচ জনগণের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। ৫ মে এই কমিটি জাতীয় ঐক্য সরকার গঠন, যারা সামরিক শাসনের বিরোধিতায় ছায়া সরকার পরিচালনা করছে। তারাও জাতীয়ভিত্তিক পিপল’স ডিফেন্স ফোর্স (গণ নিরাপত্তাবাহিনী) গড়ে তোলার ঘোষণা দিয়েছে। যা দেশটির বিক্ষিপ্ত জাতিগত সশস্ত্র সংগঠন ও প্রতিরোধ বাহিনীকে একটি কেন্দ্রীয় বাহিনীর অধীনে একত্রিত করার দিকে একটি পদক্ষেপ।

কায়াহ এলাকার বেসামরিক যোদ্ধারা পিপল’স ডিফেন্স ফোর্সে যোগ দেয়নি। কিন্তু ২ জুন থেকে তারা স্থানীয় সশস্ত্র গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সে (কেএনডিএফ) যোগ দিয়েছে।

মিয়ানমারে জোরালো হচ্ছে সশস্ত্র প্রতিরোধ

গত ১০ বছরে ২৪০ কোটি ডলারের অস্ত্র কেনা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এসব কারেন্নি প্রতিরোধ যোদ্ধাদের সম্বল শিকারের রাইফেল। সশস্ত্র প্রতিরোধের এলাকায় অত্যাধুনিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করে না সেনাবাহিনী।

কারেন্নি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বন্যা কুন অং বলেন, ২১ মে থেকে সেনাবাহিনীর আগের মতো নিপীড়ন প্রত্যক্ষ করছি। তারা দেখামাত্র গুলি করছে। রাজনৈতিক সংকটে জিম্মি হয়ে পড়েছেন বেসামরিক মানুষেরা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, কেপিডিএফ দাবি করেছে তারা সেনাবাহিনীর ১২০ সদস্যকে হত্যা করেছে। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত কায়াহ ও শান রাজ্যে ৮ বেসামরিক যোদ্ধা ও ২৩ বেসামরিক নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

 

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
‘এতই বিকট শব্দ আসছে, মনে হচ্ছে বাড়ির পাশে যুদ্ধ চলছে’
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন