আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধু ঢাকা ইন্টারন্যাশনাল ডিবেট ফেস্ট ফর দ্যা ওআইসি ইয়ুথ ২০২১’-এর উদ্বোধন ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
সোমবার (৭ জুন) বিকাল তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটালের উপস্থাপনায় জাতীয় জাদুঘর কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও মিডিয়া ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমরা আশা করছি এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সারা বিশ্বের যুবকরা আমাদের সাথে একটি আনন্দঘন বিতর্ক অধিবেশন উপস্থাপন করতে সক্ষম হবে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত বুদ্ধিদীপ্ত তরুণদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে তারা একে অপরের সাথে সংস্কৃতি ও শিক্ষা ভাগ করে নেওয়ার সুযোগ পাবে। একই সাথে এই প্রতিযোগিতা বাস্তবায়নে আমি ওআইসি এবং অন্যান্য ভ্রাতৃত্বপূর্ণ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি’।
সভাপতির বক্তব্যে কে এম খালিদ বলেন, ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঢাকাকে স্বীকৃতি দেয়া, বছরব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময়টিকে আরও অর্থবহ করেছে’।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) সভাপতি তাহা আয়হান। তিনি বলেন, ‘বাংলাদেশে আয়োজিত ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল-২০২০ মেগা ইভেন্টটি আইসিওয়াইএফ এবং ওআইসি’র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বের তরুণরা অনুপ্রেরণা খুঁজে পাবেন এবং ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে বিতার্কিকদের একটি নেটওয়ার্ক তৈরি হবে।’
অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আক্তার হোসেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম বদরুল আরেফিন। এ সময় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসাইন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব এম বদরুল আরেফিন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
এই প্রতিযোগিতা বিশ্বের ৫টি অঞ্চলের(১. এশিয়া ২. আফ্রিকা ৩. মধ্যপ্রাচ্য ৪. আমেরিকা ও ইউরোপ ৫. বাংলাদেশ) সমন্বয়ে দুটি পর্যায়ে(১. আঞ্চলিক ২. আন্তর্জাতিক)অনুষ্ঠিত হবে। বাংলাদেশে জাতীয় পর্যায়ে ৩২টি দল অংশ নেবে। সেখান থেকে সর্বাধিক পয়েন্টেরভিত্তিতে ৮টি দল আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। আর আঞ্চলিক (এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য আমেরিকা ও ইউরোপ) পর্যায়ে ১৬টি দল অংশ নেবে। সেখান থেকে শীর্ষ ৪টি দল আন্তর্জাতিক পর্যায়ে যাবে।
প্রতিযোগিতায় অংশ নেয়ার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে - ১. বিশ্বজুড়ে যুবকরা এতে অংশ নিতে পারেন ২. ইংরেজি যোগাযোগ করতে সক্ষম হতে হবে। ৩. বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। ৪. ইন্টারনেট সংযুক্ত ডিজিটাল টেকনোলজির সাথে অভ্যস্ত হতে হবে। বিতর্ক, আন্তর্জাতিক বিষয় এবং সাধারণ জ্ঞানে আগ্রহী থাকতে হবে।
আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইসিওয়াইএফ সত্যায়িত সনদ প্রদান করা হবে।
আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৯ জুন-২৩ জুন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা ২৬ জুন-২৮ জুন অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের চ্যাম্পিয়ন দলকে ৫ শ মার্কিন ডলার, প্রথম রানার-আপ দলকে ৩ শ মার্কিন ডলার, দ্বিতীয় রানার-আপ দলকে ২ শ মার্কিন ডলার, ফাইনাল রাউন্ড(আন্তর্জাতিক) চ্যাম্পিয়ন দলকে ২ হাজার ৫ শ মার্কিন ডলার, প্রথম রানার-আপ ২ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় রানার-আপ দলকে ১ হাজার ৫ শ মার্কিন ডলার পুরস্কার হিসেবে দেয়া হবে।
প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের সময়সীমা ৭ জুন থেকে ১৪ জুন ২০২১ পর্যন্ত। প্রতিযোগিতাটির মূল পর্ব শুরু হবে ১৯ জুন থেকে। রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।