দিনকয়েকের মধ্যে নতুন বছরে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার ঘোষণা অনুযায়ী, কোনও ক্রিকেটার কোনও সংস্করণ খেলতে না চাইলে চুক্তির আগেই জানাতে হবে। আর এই ধারা সামনে এসেছে মূলত সাকিব আল হাসানকে কেন্দ্র করে। তো নতুন চুক্তিতে নতুন ধারা যুক্ত হয়েছে কিনা, প্রশ্নটা আসতেই নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘সাকিব কখনোই বলেনি সে টেস্ট খেলতে চায় না’।
অথচ গত ৫ বছরে কয়েক দফা বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমে সাকিবের টেস্ট খেলতে না চাওয়ার কথা বলেছেন। সর্বশেষ এই অলরাউন্ডারের শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএল খেলতে যাওয়ার কারণে বিরক্ত প্রকাশ করেছিলেন বোর্ড সভাপতি। গত ২২ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমকে নাজমুল জানিয়েছিলেন, সাকিব নাকি তিন বছর আগেই টেস্ট খেলতে না চাওয়ার প্রসঙ্গ সামনে এনেছিলেন!
জাতীয় দল বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলতে যাওয়ার বিষয়টা মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। এজন্য নিজেদের নীতিতে বদল আনার কথা জানিয়েছিল তারা। কোনও ক্রিকেটার বাংলাদেশের হয়ে কোনও সংস্করণে খেলতে না চাইলে তাকে চুক্তির আগেই নিশ্চিত করতে হবে। গত ফেব্রুয়ারিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘আমরা কাউকে জোর করে খেলাবো না। যে খেলতে চায় না, খেলবে না এবং কেউই অপরিহার্য নয়। আমরা চাই, সকলে খেলুক। কিন্তু কারও জাতীয় দল ছেড়ে অন্য কোথাও খেলতে যদি ভালো লাগে, তাহলে নিশ্চিন্তে যেতে পারে। এই বার্তাটা সবার জন্য। কেবল সাকিব আল হাসানের জন্য না।’
কেন্দ্রীয় চুক্তির আগে ক্রিকেটারদের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা হয়েছে কিনা, এমন প্রশ্নে নির্বাচক হাবিবুল বলেছেন, ‘কেউ খেলতে চায়, আবার কেউ খেলতে চায় না -এমন কোনও কিছু আমাদের কাছে আসেনি।’
নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি খেলেননি তামিম। শোনা যাচ্ছে, জিম্বাবুয়ে সফরেও টি-টোয়েন্টি খেলবেন না দেশসেরা এই ওপেনার। এমন অবস্থায় সাকিব ও তামিম লাল বল ও সাদা বলে আলাদা করে চুক্তির করতে ইচ্ছুক কিনা, এমন প্রশ্নে হাবিবুলের উত্তর, “আমরা ‘যদি’ নিয়ে কোনও কাজ করতে চাচ্ছি না। একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া দরকার- সাকিব কখনোই বলেনি যে সে টেস্ট খেলবে না, এটা কখনোই বলেনি। একটাসময় ও ছুটি চেয়েছিল, কিন্তু ওই সময়টাতে টেস্ট ম্যাচ ছিল। ওই সময়ের পর টেস্ট থাকলে কিন্তু টেস্ট খেলতো। তার মানে এটা না যে সাকিব টেস্ট খেলবে না বা খেলতে চায় না।”
এই ইস্যুতে সাকিবও জানিয়েছিলেন, তিনি টেস্ট খেলতে চান না, এমন কিছু কখনোই বলেননি, ‘আকরাম ভাই (বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান) বারবার বলেছেন, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েননি।’ একটি লাইভ অনুষ্ঠানে সাকিব সাবেক অধিনায়ক আকরাম খানকে ‘দোষারোপ’ করলেও তার টেস্ট খেলা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি মন্তব্য করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান!