X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বাজারে প্রথম পরিবেশবান্ধব জুতা আনল বাটা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ২১:৪৩আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৪৩

দেশের বাজারে প্রথম পরিবেশবান্ধব জুতা নিয়ে এসেছে বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা। প্রতিষ্ঠানটি চার ধরনের পরিবেশবান্ধব জুতা এনেছে। গত রবিবার (৫ জুন ) ছিল বিশ্ব পরিবেশ দিবসে তারা বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে পরিবেশবান্ধব এই স্নিকার। এই জুতার কাঁচামাল আমদানি করা হলেও তৈরি হয়েছে বাংলাদেশে। আপার বা জুতার উপরিভাগ তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ রিসাইকেলড উপাদান, যার উৎস পেট বোতল। এ ক্ষেত্রে সহায়কের ভূমিকায় রয়েছে রিফাইবার।

অন্যদিকে, বাইরের সোল তৈরি হয়েছে ৩০ শতাংশ রিসাইকেলড ইভিএ দিয়ে। আর ইনার সোল বা সুখতলায় রয়েছে ৯৮ শতাংশ পুনর্ব্যবহার্য উপাদান। এটা করা হয়েছে অর্থলাইটের সহায়তায়। নতুন এই পরিবেশবান্ধব স্নিকারের আরও একটি বিশেষত্ব হলো এটাকে পুনরায় রিসাইকেল করা যাবে।

এই জুতা তৈরি হয়েছে কেবল পুরুষদের জন্য। বর্তমানে ব্লু আর চারকোল ব্লু—এই দুই রঙে লেসসহ ও লেস ছাড়া পাওয়া যাচ্ছে বাটার ফ্ল্যাগশিপ ও নির্বাচিত কিছু স্টোর আর অনলাইনে। বাটার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য নিয়ে কমবেশি উদ্যোগ নিচ্ছে সব ধরনের পণ্যের ব্র্যান্ড। জুতার ব্র্যান্ডগুলোও সে প্রয়াস অব্যাহত রেখেছে।  এর আগে বাটা ইন্ডিয়া, বাটা চেক রিপাবলিক বা বাটা ইতালি তাদের মতো করে পরিবেশবান্ধব পণ্য বাজারজাত করেছে। সেখানে বাটা বাংলাদেশের পূর্ণ উদ্যোগ হিসেবে এটাই প্রথম।

প্রতিষ্ঠানটির অ্যাডভারটাইজিং ম্যানেজার জুবায়ের ইসলাম বলেন, সম্পূর্ণ বাংলাদেশের তৈরি সৃজনশীল নকশার ফ্যাশনেবল জুতাগুলো পছন্দ করবেন বাংলাদেশের তরুণরা।

এদিকে মাত্র কয়েক দিন হলো বাজারে ছাড়া হয়েছে নতুন এই জুতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুতা নিয়ে মানুষের কৌতূহল বেড়েছে।

বাটা একটি বহুজাতিক জুতা প্রস্তুতকারক সংস্থা। বিগত ৫৮ বছর ধরে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটির পণ্য এক নামে চলছে। শুধু তাই নয়, দেশের মানুষের কাছে এটি একটি স্থানীয় সংস্থাতে পরিণত হয়েছে।

১৯৬২ সাল থেকে বাংলাদেশে বাটার কার্যক্রম চালু রয়েছে এবং এ দেশে এর দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে- যার একটি টঙ্গীতে এবং অন্যটি ধামরাইয়ে অবস্থিত।

নিজেদের তৈরি ছাড়াও বাটা তাদের প্রডাক্ট লাইনে অনেক উঁচুমানের বিভিন্ন ব্র্যান্ডেরও সন্নিবেশ ঘটিয়েছে- যেমন মারি ক্লেয়ার, এম্বাসাডর, ওয়েনব্রেনার প্রভৃতি। এছাড়া বাটা বাংলাদেশে অ্যাডিডাস ব্র্যান্ডের জুতা আমদানি করে থাকে। দেশের বিভিন্ন প্রান্তে বাটার বর্তমানে মোট ২৬১টি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে।

বিশ্বজুড়ে বাটা প্রতিদিন এক মিলিয়নেরও বেশি গ্রাহকের চাহিদা মিটিয়ে থাকে, এর কর্মীর সংখ্যা ৩০,০০০ এর অধিক। বাটার রয়েছে ৫,০০০ এর বেশি আন্তর্জাতিক খুচরা বিক্রয় কেন্দ্র যা ৭০টিরও বেশি দেশে খুচরা বিক্রয় পরিচালনা করে থাকে। এছাড়া বিশ্বজুড়ে ২০টি দেশে বাটার উৎপাদন কেন্দ্র রয়েছে।

জানা গেছে, বাটা তাদের মিশন পরিবর্তন করেছে। বর্তমানে তাদের মিশন হলো ডেমোক্রেটাইজ কমফোর্ট উইথ স্টাইল। আরাম ও দীর্ঘস্থায়িত্ব সব সময়েই তাদের লক্ষ্য ছিল। কিন্তু আরামকে এখন কেবল প্রাধান্য নয়, সবার জন্য নিশ্চিত করতে চাইছে। সেটা এই পরিবেশবান্ধব জুতার ক্ষেত্রেও স্পষ্ট।

 

/জিএম/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি